কুয়ালালামপুর, ০৭ মে- মালয়েশিয়ায় বিল্ডিং কন্সট্রাকশন সাইটে কর্মরত ১০ বাংলাদেশি কন্টেইনার চাপায় নিহত হয়েছেন। সোমবার (৬ মে) স্থানীয় সময় সকাল ৯.৪৫ মিনিটে পিনাংয়ের কুয়ালা জালান বারু এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মালয়েশিয়ার সিনার অনলাইন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচন্ড বৃষ্টির সময় কনটেইনারের পাশে অবস্থান নেয়া বাংলাদেশিদের ওপর আছড়ে পড়ে একটি কন্টেইনার। ঘটনাস্থলেই নিহত হন ১০ বাংলাদেশি। এ সময় আহত হয়েছেন অনেকেই। নিহত বাংলাদেশিদের বয়স আনুমানিক ২৫ থেকে ৪৫ বছর। এ ঘটনায় নিহত ১০ বাংলাদেশির পরিচয় এখনও পাওয়া যায়নি। পেনাং ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের প্রধান সাধন মোক্তার স্থানীয় গণমাধ্যমকে জানান, সকাল ৯টা ৫০ মিনিটে আমরা ইমার্জেন্সি ফোন পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ তাদেরকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস বিভাগ আরও জানায়, মুষলধারে বৃষ্টির সঙ্গে বাতাসের কারণে কন্টেইনারগুলো তাদের ওপর আছড়ে পড়ে। হতাহত বাংলাদেশিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান উদ্ধারকর্মীরা। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ০৭ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2PWVKkA
May 08, 2019 at 05:05AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন