আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাঙালি ভক্তদের নতুন বাংলা গান উপহার দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান কণ্ঠশিল্পী শাহানা কাজী। আগামী ৩ জুন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে তোমার আনাড়ি গানটি। প্রযোজক শাহেদ কাজীর নির্দেশনায় গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর ও সংগীতায়োজন করেছেন সাদ শাহ। তিনি জানান, নতুন এ গানটিতে নানান চমক থাকছে। কানাডার ব্লসম মিউজিকের ব্যানারে গানটির হাই কোয়ালিটি অডিও একই সঙ্গে প্রকাশ হবে আইটিউনস, গুগল প্লে, অ্যামাজন, অ্যাপল মিউজিক, স্পটিফাই, টাইডাল, প্যান্ডোরা, সাভনসহ সব প্রধান ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে। তিনি আরও জানান, গানটির রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করা হয়েছে কানাডার সবচেয়ে বড় রেকর্ডিং স্টুডিওতে, যেখানে জাস্টিন বিবারসহ বিশ্বের অনেক খ্যাতিমান শিল্পীরা তাদের গান রেকর্ড করেছেন। ভিডিওটি চিত্রায়িত হয়েছে কানাডার নায়াগ্রা ফলসসহ বেশ কিছু মনোরম জায়গায়। এর আগে শাহানা কাজী বলিউডের অনেক প্রখ্যাত সংগীত শিল্পীদের সঙ্গে অনেকবার একই স্টেজে লাইভ কনসার্টে পারফর্ম করেছেন। তাদের মধ্যে রয়েছেন সুনিধি চৌহান, কুমার শানু, অলকা ইয়াগনিক, সনু নিগাম, আতিফ ইসলাম, নেহা কাক্কার, আয়ুষ্মান খুররানা ও অন্যান্য ভারতীয় আইডলখ্যাতনামা শিল্পীরা। এমএ/ ১১:০০/ ২৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2McNePZ
May 27, 2019 at 07:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top