আগরতলা, ০১ মে- ত্রিপুরায় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত হচ্ছে। বুধবার (১ মে) দিবসটিতে রাজ্যের বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সিপিআই (এম) দলের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলা ও উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এছাড়া সিপিআই (এম) দলের রাজ্যের দলীয় কার্যালের সামনে দলীয় পতাকা উত্তোলন শেষে দলের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, সিপিআই (এম) দল সব সময় শ্রমিকদের স্বার্থের জন্য চিন্তা করে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই করছে। আগামী দিনেও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে এ লড়াই অব্যাহত থাকবে। এদিকে বিকেলে সিপিআই (এম) দলের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিপিআই (এম) দলের পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার। এমএ/ ০৬:৩৩/ ০১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GNIScf
May 02, 2019 at 12:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top