কলকাতা, ১২ মে- ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব। বাসন্তীতে ভোটপ্রচারে গিয়ে হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, নির্বাচন কমিশনকে সামনে রেখে সমান্তরাল শাসন চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। আইনশৃঙ্খলায় হস্তক্ষেপ করছে তারা। ভোটারদের বিজেপিকে ভোট দিতে বলছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের শুরু থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলছিল শাসক-বিরোধী চাপানউতোর। রবিবার বাসন্তীর সভায় আরও একবার আধা সেনাকে নিয়ে গর্জে উঠলেন মমতা। অভিযোগ করলেন, ভোটপ্রক্রিয়ায় নাক গলাচ্ছে বাহিনী। তিনি বলেন,বেছে বেছে আধা সামরিক বাহিনী আনা হয়েছে। মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থীর স্বামী অবসরপ্রাপ্ত অফিসার। তিনি রাজ্যে বাহিনী মোতায়েন করছেন। কেন্দ্রীয় বাহিনীতে আরএসএসের লোককে ঢুকিয়ে দিয়েছে কিনা সন্দেহ। কেশপুরে গুলি চালিয়েছে। কোথাও লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের বলছে, মোদীজিকে ভোট দাও। পাঁচ জায়গায় হাতেনাতে ধরা হয়েছে। তুমি কে হরিদাস? তুমি আজ আছো মোদীর নিয়ন্ত্রণে? কাল কোথায় যাবে? এরপরই মমতার হঙ্কার, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব। যা দেখিয়েছেন, সেই আয়নাই দেখবেন। অনেক অপমান করেছেন। সরকার চালাতে দেন না। আইনশৃঙ্খলায় হস্তক্ষেপ করেন। আইনশৃঙ্খলা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকে। ২০১৬ সালেও এটা দেখেছিলাম। মমতার দাবি, যেসব জায়গায় ভোট ছিল, সেখানে সকাল থেকে অত্যাচার করেছে কেন্দ্রীয় বাহিনী। তা সত্ত্বেও বেআইনিভাবে সারাদিন পিটিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ওদের ধিক্কার জানাই। মোদীর কথায় ওরা এসব করছে। বিজেপি ভাবছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাবে। ওরা জানে না কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা যায় না। ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী বলছে বিজেপিকে ভোট দাও। লাঠি মারা বা গুলি করার ক্ষমতা নেই কেন্দ্রীয় বাহিনীর। বেআইনিভাবে এসব করছে। আর এস/ ১২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2He42S8
May 13, 2019 at 06:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top