লন্ডন, ০৫ মে- ইংল্যান্ডের ওয়ার্থিংয়ে স্থানীয় নির্বাচনে প্রথম একজন মুসলিম বাংলাদেশি নারী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি নারী হেনা চৌধুরী। ২ মে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। অনলাইন ওয়ার্থিং হেরাল্ডের খবর। এতে বলা হয়, ওয়ার্থিং বরো কাউন্সিল নির্বাচনে বিরোধী লেবার দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন হেনা চৌধুরী। এতে তিনি ১২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ফল ঘোষণার পর অভিভূত হয়ে পড়েন হেনা। তিনি বলেন, আমি অভিভূত। কখনও ভাবিনি প্রথম একজন এশিয়ান, বাংলাদেশি নারী ও একজন মুসলিম হিসেবে গাসফোর্ডে কাউন্সিলর নির্বাচিত হব। তিনি বলেন, আমাকে বলা হয়েছিল, প্রতিদ্বন্দ্বী খুব শক্তিশালী। অনেকে আমার নেতিবাচক দিক নিয়ে কথা বলেছেন। কিন্তু আমি বলতে চাই, দেখুন কত ইতিবাচক মানুষ আছেন। তারা আমাকে ভালোবাসা দিয়েছেন। শ্রদ্ধা দিয়েছেন। তিনি বলেন, ভোটের দিন আমি ১৫ ঘণ্টা অবস্থান করেছি। কোথাও যাইনি। সবাই চলে গিয়েছিলেন। কিন্তু আমি সেখানে ছিলাম ভোট শেষ না হওয়া পর্যন্ত। ভোটাররা আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আশা পূরণ করার চেষ্টা করব। আর/০৮:১৪/০৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2J0IwTf
May 05, 2019 at 03:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন