আগেই শিরোপাজয় নিশ্চিত হয়েছিলো বার্সেলোনার। শেষ ম্যাচে এইবারের মাঠে আতিথ্য নেয় বার্সেলোনা। ঘরের মাঠে চ্যাম্পিয়নদের চেপে ধরে স্বাগতিক এইবার। স্প্যানিশ লীগের ম্যাচে এইবারের বিপক্ষে ড্র করে মৌসুম শেষ করেছে মেসির বার্সেলোনা। বার্সা অধিনায়কের জোড়া গোলের পরও জিততে পারেনি তার দল। এইবারের সাথে ড্র করলো বার্সেলোনা। ম্যাচের ২০তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করতে হয় বার্সেলোনাকে। বাঁ দিক থেকে উড়ে আসা বল ঠেকাতে গিয়ে ডি-বক্সে পড়ে যান জেরার্দ পিকে। সেই সুযোগটিই নেন এইবারের ফরোয়ার্ড সের্হি এনরিচ। ছোট করে বাড়িয়ে দিয়ে জালে ঠেলে দেন বল। তবে ম্যাচে ফিরতে দেরি করেনি চ্যাম্পিয়নরা। দুই মিনিটের মধ্যে দুবার জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। ৩১তম মিনিটে দুরূহ কোণ থেকে সমতা ফেরান মেসি। পরের মিনিটে নিজেদের অর্ধ থেকে ইভান রাকিতিচের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন তিনি। চলতি লিগে ৩৬তম গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতাও এখন মেসি। বিরতির ঠিক আগে আবারও গোল হজম করে বার্সেলোনা। এ গোলের মাধ্যমে অমীমাংসিতভাবে শেষ হয় আসরের শেষ ম্যাচটি। এমএ/ ০৪:১০/ ২০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2YzRcU9
May 20, 2019 at 12:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top