ডাবলিন, ১৩ মে- স্বাগতিক আয়ারল্যান্ডকে দ্বিতীয় সাক্ষাতেও হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উঠে গেছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। উইন্ডিজের সঙ্গে বাংলাদেশও ফাইনালে ওঠে যেতে পারত। তবে বৃষ্টির বাগড়ায় তা হয়নি। বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের পয়েন্ট ভাগ হয়ে গেছে। তবে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দেখায় জিততে পারলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠবে টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি তখন নিয়ম রক্ষার হবে। তবে হারলে ফাইনাল সমীকরণের জটিলতায় পড়ে যাবে। বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজের পরে শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও হারে, তখন নেট রান রেটের হিসেব চলে আসবে। স্বস্তির ব্যাপার হচ্ছে বাংলাদেশ দল এখন পর্যন্ত নেট রান রেটে বেশ এগিয়ে আছে। আয়ারল্যান্ড সেখানে ঋণাত্মক নেট রান রেটে আছে। মাশরাফিরা নিশ্চয় অতো হিসেব-নিকেষের মধ্যে যেতে চাইবে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবারের ম্যাচে জিতে ফাইনাল নিশ্চিত করাই হবে তাদের লক্ষ্য। দুই ম্যাচে বড় জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ অবশ্য বেশ আত্মবিশ্বাসী। প্রথম দেখায় স্টিভ রোডসের দলও উইন্ডিজের বিপক্ষে জিতেছে বড় ব্যবধানে। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটের পঞ্চ-পাণ্ডব দারুণ ছন্দে ছিলেন। তামিম-সাকিব ফিফটি পেয়েছেন। মুশফিক ব্যাটিংয়ে রান পেয়েছেন। মাশরাফি বল হাতে ছিলেন দুর্দান্ত। তিনিই মূলত বাংলাদেশ দলকে ম্যাচে ফিরিয়েছেন। বল-ব্যাট না করলেরও মাহমুদুল্লাহ ধরেছেন দারুণ এক ক্যাচ। নিজেদের তৃতীয় ম্যাচেও বাংলাদেশ দল সিনিয়রদের দিকে তাকিয়ে থাকবে। সঙ্গে তরুণদের ব্যাটে রান আশা করবেন স্টিভ রোডস-মাশরাফি। প্রথম ম্যাচে বাংলাদেশ দলের সবকিছুই ঠিকঠাক হয়েছে। শুধু মুস্তাফিজ ছিলেন খরুচে। দলের কোচ কিংবা সাকিবরা অবশ্য পিঠ চাপড়ে দিয়েছেন ফিজের। মুস্তাফিজের খরুচে বোলিং নিয়ে তারা চিন্তিত নন বলে জানিয়েছেন। মুস্তাফিজের সামনেও ফিরে আসার ভালো সুযোগ আছে। তিনি যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছন্দে ফেরেন তবে চিন্তা দূর হবে দলের। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: সুনীল আমব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আর্সলি নার্স, কেমার রোচ, শেলডম কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল আর/০৮:১৪/১৩ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2YkoKW8
May 13, 2019 at 05:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন