লন্ডন, ২৩ জুন - ছেলেকে কোলে নিয়ে শপিং মলে গিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। সেখানে এক পাকিস্তান সমর্থক লাইভ ভিডিওতে সরফরাজকে দেখিয়ে তার চেহারা নিয়ে কুৎসিত মন্তব্য করেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপরই শুরু হয়ে যায় চরম সমালোচনা। পাকিস্তানি অধিনায়ককে এভাবে আক্রমণ করার নিন্দা করেন প্রায় সবাই। শুধু পাকিস্তান সমর্থকরাই নন, ভারতীয় সমর্থকরাও এই ইস্যুতে সরফরাজের পাশে দাঁড়িয়েছেন। পরিস্থিতি বেগতিক দেখে সেই সমর্থক সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়ে নিয়েছেন। দাবি করেছেন, তিনি নাকি বুঝতে পারেননি সরফরাজের কোলে থাকা বাচ্চাটি তার ছেলে। আজ রবিবার পাকিস্তান নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। হারলে বিশ্বকাপের আশা কার্যত এবারের মতো শেষ হয়ে যাবে পাকিস্তানের। মরিয়া এই ম্যাচের আগে পাকিস্তান অধিনায়কের গলাতেও আবেগ। গতকাল শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় যে কেউ যা খুশি বলতেই পারেন। সেটা যদি ক্রিকেট নিয়ে বা আমাদের খারাপ পারফরম্যান্স নিয়ে হয়, তা হলে আপত্তি নেই। কিন্তু সেটা হচ্ছে না। পরিবারকে জড়িয়ে দেওয়া হচ্ছে। ম্যাচের আগে টিমের মনোসংযোগ করতে পারছে না। অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও ছেড়ে কথা বলছেন না। সরফরাজ সেই প্রসঙ্গ টেনে এনে বলেছেন, আমরা সবই দেখছি। শুনছি। কিন্তু কী করব? উত্তর দেব? তা হলে তো আরও আক্রমণের সামনে পড়তে হবে আমাদের। তাদের মধ্যে তো অনেকে আমাদের ক্রিকেটার বলে মনেই করেন না! তবে সব কিছুকে ছাপিয়ে গেছে পাকিস্তান সমর্থকের করা সেই ভিডিও। সেই সমর্থক পরে ক্ষমা চেয়ে বলেছেন, বুঝতে পারিনি, ব্যাপারটা এতদূর চলে যাবে? আমি দুঃখিত। ক্ষমা চাইছি। ভিডিওটি ডিলিটও করে দিয়েছি। সমালোচনার ঝড় আবার নতুন করে শুরু হয়ে যেতে পারে, যদি আজ পাকিস্তান হেরে যায়। সেটা জানেন সরফরাজরা। তিনি বলেছেন, টুর্নামেন্ট এখন যথেষ্ট ওপেন। আমাদেরও সেমিফাইনালে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা সেরা ক্রিকেট খেলব এবং জিতব। ইতিহাস টেনে এনে সরফরাজ বলেছেন, আইসিসির টুর্নামেন্টে আমরা কিন্তু একাধিকবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই ঘুরে দাঁড়িয়েছি। এবারও তাই হবে। টিমে কিছু বদলও আনছি আমরা। সমালোচনা দেখে মনে হচ্ছে, ভারতের বিরুদ্ধে এর আগের বিশ্বকাপের ম্যাচগুলোতে পাকিস্তান জিতেছে। এন এ/ ২৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Y4HBVL
June 23, 2019 at 08:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top