এবারের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই বেশ জমে উঠেছে, একটি জায়গার জন্য লড়াই হবে চারটি দলের। তবে স্বাগতিক ইংল্যান্ড সেই জায়গাটি আগে থেকেই দখলে রেখেছে। কিন্তু এই চার নম্বর পজিশনে কি তারা থাকতে পারবে? সেটার উত্তর দেবে সময়। আসরের শুরুতে হট ফেভারিট ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে। অন্যদিকে আশাবাদী করেছে বাংলাদেশ, পাকিস্তান এমন কি শ্রীলঙ্কাকেও। এই তিনটি দলেরই সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখনও অনেকখানি টিকে আছে। এদিকে, বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের অষ্টম ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ইতোমধ্যে অস্ট্রেলিয়া সেমিফাইনালের যাওয়া মতো পয়েন্ট তুলে নিয়েছে। নিউজিল্যান্ডের ১১ পয়েন্ট থাকলেও এখনো নিশ্চয়তা না পাওয়ায় আজকের ম্যাচটি তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আজ শনিবার (২৯ জুন) দিনের দ্বিতীয় ম্যাচে লন্ডনের লডর্সে মুখোমুখি হবেন কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড ও অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। বিশ্বকাপের সেমিফাইনাল এখনো নিশ্চিত হয়নি নিউজিল্যান্ডের, এই ম্যাচে জয়ের জন্য খেলবে নিউজিল্যান্ড। কারণ এই ম্যাচে হেরে গেলে সেমিতে যেতে পরের ম্যাচ জিততেই হবে, ১১ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের তিনে আছে নিউজিল্যান্ড। যদি শেষের দুই ম্যাচেই হেরে যায় এবং বাংলাদেশ অথবা পাকিস্তান তাদের শেষ দুই ম্যাচ জিতে যায় তাহলে পাকিস্তান অথবা বাংলাদেশের পয়েন্টও হবে ১১। তখন যদি নিউজিল্যান্ড যদি রান রেটে পিছিয়ে থাকে তাহলে নিউজিল্যান্ড বাদ যেতে পারে। তাই নিউজিল্যান্ডের হারা কামনা করতেই পারে বাংলাদেশ। আরও একটা দিক বিবেচনা করলে দেখা যায় অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে গেলে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ হবে বাঁচা-মরার, ইংল্যান্ডকে হারাতে মরিয়া থাকবে নিউজিল্যান্ড। আর ইংল্যান্ডকে যদি নিউজিল্যান্ড হারিয়ে দেয় সেটিতো আরো লাভবান হবে বাংলাদেশ। ক্রিকেটের লড়াইয়ে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বৈরিতার শুরু অনেক আগে। এটা অনেকেরই জানা। সব জায়গায় এগিয়ে থাকলেও এ ম্যাচে নিউজিল্যান্ডকে এতটুকুও ছাড় দিতে চায় না অস্ট্রেলিয়া। তাই তো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সেমির লড়াইয়ে নামার আগে আত্মবিশ্বাস হারাতে চাই না আমরা। অপরদিকে, সেমিফাইনাল নিশ্চিত করার ব্যাপারে বেশ আশাবাদী কিউই দলপতি কেন উইলিয়ামসন। তার ভাষায়, যদিও আমাদের আরো একটা ম্যাচ বাকি আছে (ইংল্যান্ডের বিরুদ্ধে) কিন্তু আমরা অপেক্ষায় থাকবো না। আজই অজিদেরকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করার ভাবনা দলের। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ২৯ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KLiK62
June 29, 2019 at 06:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন