লন্ডন, ৩০ জুন- সবার জানা, গত কয়েক বছর ধরেই ভারতীয় দলের পেস আক্রমণের অন্যতম সদস্য ভুবনেশ্বর কুমার। কিন্তু বিশ্বকাপের ঠিক মাঝামাঝিতে এসে চোটে পড়ায় ছিটকে যান এই পেসার। তার জায়গায় একাদশে ঢুকে পড়েন মোহাম্মদ শামি। আর জায়গা পেয়েই সেটা শক্তভাবে ধরে ফেলেছেন শামি। চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচটি তিনি খেলতে নামেন আফগানিস্তানের বিপক্ষে, আর নেমেই হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন। পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও নেন ৪ উইকেট। ওদিকে চোট কাটিয়ে ফেরার জন্য প্রস্তুত ভুবনেশ্বরও। তাকে একাদশে নিতে হলে তো বাদ দিতে হবে শামিকে। যেমন পারফরম্যান্স দেখিয়েছেন, সেটি কি এখন সম্ভব? ভারতীয় টিম ম্যানেজমেন্ট পড়েছে মহাবিপাকে, কাকে রেখে কাকে খেলানো হবে? সামনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। এই ম্যাচের আগেও সেই মধুর সমস্যার সামনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কাকে খেলাবেন, কাকে বাদ দেবেন? শনিবার সকালে এজবাস্টনের প্রেস কনফারেন্সে এসেও সেই প্রশ্নর মুখোমুখি বিশ্ব ক্রিকেটের এই সময়ের সেরা ব্যাটসম্যান। ভুবির এখন কী অবস্থা? তার ইনজুরির কারণে দলে সুযোগ পাওয়া শামিও শেষ দুই ম্যাচে ভালো বল করেছেন। এটা কি আপনার জন্য মধুর সমস্যা? বিরাট কোহলি জবাব দিতে গিয়ে দুজনকেই মূল্যায়ন করলেন। বেশ গুছিয়েই বললেন, সাম্প্রতিক বছরগুলোয় সীমিত ওভারের ফরম্যাটে ভুবি আমাদের নাম্বার ওয়ান ফ্রন্টলাইন বোলার। সে একজন বিশ্বমানের বোলার। সে দ্রুত সুস্থ হয়ে উঠছে। হ্যাঁ, এটা সত্য যে, ভুবি ফিট হয়ে উঠলে আমার জন্য একটা মাথা ব্যথার কারণ হবে। তবে চরম সত্য হলো, আমাদের দলের জন্য যেটা সবচেয়ে ভালো হবে সেটাই করবো। আমি বিশ্বাস করি সবাই তা বুঝবেও। মোহাম্মদ শামি সম্পর্কে বলতে গিয়ে বিরাট কোহলি বলে ওঠেন, আমি শামিকে আগে কখনো এতো ফিট দেখিনি। সে এখন দারুণ ফিট। উইকেটের নিতে মুখিয়ে আছে। এবং সে জানে কিভাবে উইকেট ফেলতে হয়। শামি নতুন বলে যে বোলিংটা করছে, সেটা আমাকে মুগ্ধ করছে। সে সত্যিই দারুণ বোলিং করছে এখন। এরপর ভারতীয় অধিনায়ক যা বললেন সেটা ভীষণ তাৎপর্যপূর্ণ। কোহলি বলেন, ক্রিকেটে কখনো কখনো এমন হয়। কেউ একজন ইনজুরিতে পড়লে তার বিকল্প কেউ একজন এসে ভালো করতে শুরু করে। তবে এ মুহূর্তে আমরা সবাই এক বাক্যে বলতে পারি, শামি দুর্দান্ত বোলিং করছে। আমি তার বোলিংয়ে যারপরনাই সন্তুষ্ট, খুবই খুশি। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/৩০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2XbsoAR
June 30, 2019 at 06:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন