লন্ডন, ১৪ জুন- বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে শুক্রবার স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সাউদাম্পটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। মারমার-কাটকাট এই ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে চায় উভয় দলই। লড়াইটা হতে পারে ক্যারিবীয় বোলিং ঝড় বনাম বিস্ফোরক ইংলিশ ব্যাটিংয়ের। ফর্মের তুঙ্গে রয়েছে স্বাগতিকরা। সাম্প্রতিক কয়েকটি সিরিজে ব্যাটে ভালোই ধার দিয়ে নিয়েছেন জেসন রয়, জনি বেয়ারস্টো, জস বাটলার, এউইন মরগ্যানরা। ঘরের মাঠে বিশ্ব আসরেও দেখা যাচ্ছে তার মঞ্চায়ন। এখন পর্যন্ত তিন ম্যাচে ইংল্যান্ডের রান ১ হাজারের ওপরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ব্যাটিং শাসন অব্যাহত রেখে জয় তুলে নিতে চায় টুর্নামেন্টের হট ফেবারিটরা। তবে সাউদাম্পটেনও চোখ রাঙাচ্ছে বেরসিক বৃষ্টি। ম্যাচ পণ্ড না হলেও থাকতে পারে বৃষ্টির আনাগোনা। তাতে সুবিধা পাবে উইন্ডিজ পেসাররা। গতির সঙ্গে বাড়তি সুইং মেশাতে পারবেন শেলডন কটরেল, ওশানে থমাসরা। ক্যারিবীয়দের ব্যাটিং লাইন-আপটাও ভাবনায় রাখতে হচ্ছে ইংলিশদের। চেনা ছন্দে ফেরার অপেক্ষায় স্বঘোষিত সর্বকালের সেরা ক্রিস গেইল। সবশেষ সিরিজের চার ম্যাচে চারশর ওপরে রান করে একাই ভাসিয়েছেন ইংল্যান্ডকে। ব্যাট কথা বললে রান বন্যায় ভাসাতে পারেন শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার কিংবা আইপিএল মাতানো আন্দ্রে রাসেলও। তবে সমীকরণের দিকে তাকিয়ে হতাশই হবেন উইন্ডিজ সমর্থকরা। ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে একটিও জয় নেই দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সূত্র: আরটিভি আর এস/ ১৪ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2KNGtll
June 14, 2019 at 07:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন