লন্ডন, ২৬ জুন- এবারের বিশ্বকাপে ক্যারিয়ার সেরা ফর্মে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একের পর এক রের্কড গড়ে চলেছেন এই টাইগার ক্রিকেটার। চলতি বিশ্বকাপে সাকিব আল হাসানের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সাবেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। অলরাউন্ডার সাকিবকে রোল মডেল অ্যাখ্যা দিয়েছেন তিনি। বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা সাকিব বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নায়কের ভূমিকায় ছিলেন। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে ২৯ রান খরচায় ৫ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন টাইগার অলরাউন্ডার। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে বাঁহাতি এ অলরাউন্ডার এতটা ধারাবাহিকভাবে পারফর্ম করায় বিস্মিত ভিভিএস লক্ষ্মণ। ম্যাচ শেষে ছবি ও ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি লিখেন, সাকিবের আরও একটি অবিশ্বাস্য পারফরম্যান্স। সে যেভাবে নিজের কাজটি করে সেটি আমি ভালোবাসি। এত কীর্তি গড়ার পরও বিনয়ী ও ভদ্র একজন ক্রিকেটার। সেই টুইটবার্তায় সবশেষে সাকিবকে ক্রিকেটের রোল মডেল আখ্যা দেন লক্ষ্মণ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন সাকিব। এখন পর্যন্ত বিশ্বকাপে ৬ ম্যাচে (৭৫, ৬৪, ১২১, ১২৪*, ৪১ ও ৫১) সবমিলে ৪৭৬ রান সংগ্রহ করে শীর্ষ তিনে রয়েছেন এই বাংলাদেশি তারকার ক্রিকেটার। আর বল হাতে ১০ উইকেট শিকার করেছেন। বিশ্বকাপের এক আসরে এ নজির আর কারও নেই। আফগানদের বিপক্ষে অনিন্দ্যসুন্দর পারফরম্যান্সে একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে ১০০০ রান এবং ৩০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Fvpot2
June 26, 2019 at 10:13AM
26 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top