লন্ডন, ১৯ জুন- ইংল্যান্ড বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচে গত ১৬ জুন মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে বিধ্বস্ত হয় পাকিস্তান। এরই মধ্যে সামনে এসেছে নতুন বিতর্ক। ম্যাচের আগের রাতে সিসা বারে গিয়েছিলেন শিশু সন্তানসহ শোয়েব মালিক ও স্ত্রী সানিয়া মির্জা। তাদের সঙ্গে আরও কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারও ছিলেন। ভারতের সঙ্গে পরাজয়ের পর খেলার দিনই ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তবে ওই ভিডিওটি আরও দুই দিন আগের বলে দাবি করেছেন শোয়েব। আর এ নিয়ে টুইটারে তর্কে জড়িয়েছেন শোয়েবের স্ত্রী সানিয়া মির্জা। এদিকে, ভিডিও প্রকাশ পর সানিয়া মির্জাকে এক হাত নিয়েছেন অভিনেত্রী বীণা মালিক। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, সানিয়া আমি তোমাদের সন্তানের কথা ভেবে খুবই চিন্তিত হচ্ছি। বড়দের পার্টিতে ছোট্ট শিশুকে নিয়ে গেছ। তোমার কি মনে হয় না এটা ওর পক্ষে ক্ষতিকর? পাশাপাশি তুমি একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদ। তোমার কি মনে হয় না কোন আন্তর্জাতিক ম্যাচের আগে জাঙ্কফুড খেলোয়াড়দের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জবাবে সানিয়া মির্জা লেখেন, প্রথমত, নাইট পার্টিতে আমাদের সন্তানকে আমরা নিয়ে যাইনি।আমার ছেলের খেয়াল আমি কীভাবে রাখব সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। দ্বিতীয়ত আমি পাকিস্তান ক্রিকেট দলের মা কিংবা ডায়াটিসিয়ান বা শিক্ষিকা নই। তারা কি খাবে?তারা কখন ঘুমোতে যাবে, তার খেয়াল রাখার দায়িত্ব আমার নয়। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ZxADZu
June 19, 2019 at 06:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top