ঢাকা, ২৫ জুন- এটিএন বাংলার চেয়ারম্যান ও আলোচিত সংগীত শিল্পী ড. মাহফুজুর রহমানের নাম শুনলেই আগ্রহী হয়ে পড়েন দর্শকেরা। ড. মাহফুজুর রহমান এবার অংশ নিচ্ছেন ঢাবির একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে আয়োজিত কোরিয়ান-বাংলা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে উপস্থিত থাকার কথা রয়েছে তার। গতকাল টিএসসিতে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার। তবে ড. মাহফুজুর রহমান গান পরিবেশন করবেন কিনা তা জানায়নি আয়োজকরা। লিখিত বক্তব্যে ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার বলেন, দক্ষিণ কোরিয়ার হ্যাংসু বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। ডাকসুর তত্ত্বাবধানে অনুষ্ঠানে ঢাবির পক্ষে অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, মাইম অ্যাকশন, ব্যান্ড সোসাইটিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ও বিএকে ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আলী ইমাম মাহদির তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন নৌপরিবহন সচিব মো. আব্দুস সামাদ, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বিল্লাল হোসেন খান ব্রাদার্সের এমডি তোফায়েল কবির খান, আইবিএর সাবেক পরিচালক ড. সাইফুল মাজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. গোলাম রাব্বানী। আর/০৮:১৪/২৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2X6Az6g
June 25, 2019 at 04:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top