মুম্বাই, ১৩ জুন- বিয়ের আগেও সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি শহিদ কাপুর। তা সে কারিনা কাপুর খানের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্কই হোক কিংবা প্রিয়াঙ্কা চোপড়া সঙ্গে তুলনামূলক কম সময়ের সম্পর্ক। শানদার অভিনেতা সবসময়েই অকপট। সম্প্রতি নেহা ধুপিয়ার একটি চ্যাট শো-তে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে মুখ খোলেন শহিদ। ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, শহিদ কাপুরকে প্রশ্ন করা হয় তিনি প্রিয়াঙ্কার বিয়েতে তিনি তো আমন্ত্রিত ছিলেন, কারিনার বিয়েতেও কি গিয়েছিলেন? উত্তরে বলেন, কারিনার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল। আমার ঠিক মনে নেই। তবে মনে হয়না ও আমাকে নিমন্ত্রণ করেছিল। এছাড়াও পেশাগত জীবন নিয়ে শহিদ বলেন, রং দে বসন্তীতে অভিনয়ের সুযোগ পেয়েও করতে পারিনি সময়ের অভাবে। এর জন্য আফসোস হয়। অপরদিকে আলিয়া ভাটের সঙ্গে অভিনীত শানদার ছবির ব্যাপারে তিনি বলেন, ছবিটা দেখে আমি নিজেও বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। প্রসঙ্গত, কফি উইথ করণ ৬ শো-তে এসে শহিদ জানিয়েছিলেন কারিনা এবং প্রিয়াঙ্কার সঙ্গে তার সম্পর্ক তাকে অনেক কিছু শিখিয়েছে। তাই তিনি কোনও স্মৃতি ভুলতে চান না। এমনকি প্রিয়াঙ্কার বিয়ের খবরে শহিদ তাকে শুভেচ্ছাও জানান সোশ্যাল মিডিয়াতে। লেখেন, প্রিয়াঙ্কা এবং নিককে অনেক অনেক শুভেচ্ছা। বিয়ে একটি সুন্দর বিষয়, আমার নিজের অভিজ্ঞতা থেকে তা আমি বলতে পারি। প্রিয়াঙ্কা খুবই ভাল করছে এবং আমি ওর জন্য খুব খুশি। প্রসঙ্গত, শহিদের পরবর্তী ছবি কবীর সিং মুক্তি পাবে ২১ জুন। ছবিতে তাকে দেখা যাবে একজন মদ্যপ চিকিৎসকের চরিত্রে। তার বিপরীতে রয়েছেন কিয়ারা আডবাণী। আর/০৮:১৪/১৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2KgDiU1
June 13, 2019 at 08:59AM
13 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top