কলকাতা, ১৪ জুন - উত্তর ২৪ পরগনায় বিজেপির এক নারী কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। হাসনাবাদ থেকে ৩ কিলোমিটার দূরের তকিপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সরস্বতী দাস নামের নিহত ওই নারী কর্মীর স্বামীর দাবি, বাজার থেকে ফিরে বাথরুমের পাশে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে পড়ে থাকতে দেখেন তিনি। পুলিশ ও স্থানীয়দের সহায়তার সরস্বতী দাসকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিজেপির অভিযোগ, কিছুদিন থেকেই সরস্বতী দাসকে হুমকি দিচ্ছিল সেখানকার শাসকদল তৃণমূল কংগ্রেস। নিহত সরস্বতী দাসের বয়স ৪২ বছর। তিনি আমলানি পঞ্চায়েতের বিজেপি কর্মী ছিলেন। পরিবারের অভিযোগ, সরস্বতী দাসকে লক্ষ্য করে পর পর ৯ বার গুলি করে তৃণমূলের সন্ত্রাসীরা। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে পুলিশ। এন এ/ ১৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Kk9vK6
June 14, 2019 at 07:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top