মুম্বাই, ১৬ জুন - অস্ট্রেলিয়ার মেলবোর্নে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হিসেবে ডাক পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আগামী ৮ থেকে ১৭ আগস্ট মেলবোর্নে চলবে এই উৎসব। সেখানেই প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন এই সুপারস্টার। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রশাসনের উদ্যোগে ২০০৯ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এই চলচ্চিত্র উৎসব। এবার ১০ বছরে পা দিল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন [আইএফএফএম]। শাহরুখ বলেন, ভিক্টোরিয়া সরকার থেকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে আমি সম্মানিতবোধ করছি। আমাদের বলিউডের মতো ইন্ডাস্ট্রির বিস্তার সেই সঙ্গে এই ধরনের বৈচিত্র্য নিঃসন্দেহে উদযাপন করার মতোই। পাশাপাশি তিনি জানান, থিম ঈড়ঁৎধমব তার বেশ পছন্দ হয়েছে। বিশেষ করে বর্তমান সামাজিক কাঠামো এবং সমাজের প্রচলিত চিন্তাভাবনা বদলানোর জন্য এই থিম প্রাসঙ্গিক। তিনি আরও জানান, চক দে ইন্ডিয়া ছবির শুটিং করতে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি মেলবোর্নে। ফের যাচ্ছি। তবে, এবার অতিথি হয়ে। তাই এবারের ব্যাপারটা আরও গুরুত্বপূর্ণ। এন এ/ ১৬ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2FdFOWM
June 16, 2019 at 11:06AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন