লন্ডন, ০৯ জুন- দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের বিস্ফোরক ব্যাটিং সবাইকেই মুগ্ধ করে। এখনও পর্যন্ত ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড রয়েছে তার দখলে। এক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও যে ফুরিয়ে যাননি তা প্রমাণ করছেন বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি লিগে। অনেকেই তাই মনে করছেন এবারের বিশ্বকাপে এবি খেলতে পারতেন অনায়াসেই। অবসর ভেঙে এবারের বিশ্বকাপে নাকি খেলতে চেয়েছিলেন ডি ভিলিয়ার্সও। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড না চাওয়াতেই নাকি বিশ্বকাপে জায়গা পাননি তিনি। কেনো ভিলিয়ার্সকে নেয়নি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড? দেশটির প্রধান নির্বাচক লিন্ডি জেন্ডি জানালেন ডি ভিলিয়ার্সকে দলে নেওয়া হতো নীতি বিরোধী। তিনি বলেন, আমাদের ব্যাপারটা পরিষ্কার করা উচিত। যদি তাকে জাতীয় দলে ফিরতে হতো তাহলে শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হতো। কিন্তু সে বাংলাদেশ ও পাকিস্তানে প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছে। সে তখন বলেছিলো অবসরের সিদ্ধান্তে অটল আছে। আমরা যখন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবো তখন ডু প্লেসি ও গিবসন জানায় ও খেলতে চায়। এতে আমরা সবাই অবাক হই। সে যখন দল থেকে অবসর নেয় তখন একটা বড় শূণ্যস্থান তৈরি হয়েছিলো। আমরা এক বছর ধরে সে শূন্যস্থান পূরণ করার চেষ্টা করেছি। তিনি আরও বলেন,আমাদের অনেক ক্রিকেটার কঠোর পরিশ্রম করেছে। যারা বিশ্বকাপে খেলার সুযোগ প্রাপ্যে ছিলো। তাকে দলে নেওয়া নীতি বিরোধী হতো। আমাদের দল, নির্বাচক কমিটি ও ক্রিকেটারদের প্রতি সত্ থাকা প্রয়োজন ছিলো। গত এক বছরে সে কখনোই বলেনি যে সে ফিরতে চায়। আমার কাছে যখন খবরটা আসে তখন তাকে দলে নেওয়ার কোনো সুযোগ ছিলো না। আমাদের স্কোয়াড তখন চূড়ান্ত হয়ে গিয়েছিলো। কেনো সন্দেহ নেই এবি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কিন্তু সবকিছুর শেষে আমাদের নিয়ম মানতে হবে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2IzvMAq
June 09, 2019 at 04:59AM
09 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top