কলকাতা, ১১ জুন- টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে সাংসদ হওয়ার পরই বিয়ে করছেন বলে গণমাধ্যমে খবর আসে। এবার তা সত্যি হতে চলেছে। নব নির্বাচিত সাংসদ নুসরাত জাহানের বিয়ে হতে চলছে সপ্তাহখানেক পর। এই নিয়ে তার বাড়ির সবাই তুমুল ব্যস্ততা। ১৯ জুন তুরস্কের ইস্তাম্বুলে প্রেমিক নিখিল জৈনকে বিয়ে করবেন টলিউডের গ্ল্যামারাস এই অভিনেত্রী। তার আগে ১৩ জুন সকালে কলকাতায় হবে গায়েহলুদ। নুসরাতের বাড়ির ওই অনুষ্ঠানে প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তী শামিল হবেন বলে জানা গেছে। তারা দুজনেই হলুদ রঙের পোশাক পরবেন। ইস্তাম্বুলে বিয়ের দুদিন আগে থেকেই সেলিব্রেশন শুরু হবে। ১৭ জুন বিলাসবহুল ইয়টে পার্টি, ১৮ জুন মেহেদি ও সংগীত আর ১৯ জুন বিয়ে। তুরস্কেও মিমি থাকবেন। বিয়ের অনুষ্ঠানে এই অভিনেত্রী ও নব নির্বাচিত সাংসদ ট্র্যাডিশনাল ডিজাইনার পোশাক পরবেন বলেই জানা গেছে। বন্ধুর বিয়েতে পরার জন্য ইতিমধ্যে সাতটি পোশাক বাছাই করেছেন। তবে মিমি ছাড়া টালিগঞ্জের আর কোনো সেলিব্রিটি ইস্তাম্বুলে উপস্থিত থাকছেন না। এর আগে শোনা যায়, দেব ও জিতকে ইস্তাম্বুলে যাওয়ার নিমন্ত্রণ পাঠানো হয়েছিল। কাজের ব্যস্ততার জন্যই তারা যেতে পারছেন না। নুসরাতের বর নিখিল জৈন কলকাতার খ্যাতনামা শিল্পপতিদের মধ্যে একজন। এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের কোর্স করেন। আপাতত কলকাতাতেই প্রতিষ্ঠিত। কাজের সূত্রে নুসরাতের সঙ্গে তার আলাপ-পরিচয়। আর এস/ ১১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2MFhAeo
June 11, 2019 at 07:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top