লন্ডন, ০৭ জুন- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির গ্লাভসের উপরে দেখা গিয়েছিল ফৌজি চিহ্ন। এ বার তা নিয়ে নিজেদের আপত্তি জানাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে তারা জানিয়ে দিল, ধোনি যাতে বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে গ্লাভসে ওই ফৌজি চিহ্ন না রাখেন, তা নিয়ে সতর্ক করতে। সাউদাম্পটনে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ফিল্ডিংয়ের সময় দেখা যায়, ধোনির গ্লাভসের উপরে ডানাওয়ালা ছুরি প্রতীক চিহ্ন রয়েছে। যাকে সেনাকর্মীরা বলে থাকেন ফ্লাইং ড্যাগার বা বলিদান। এটি ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশ্যাল ফোর্সের পরিচয়চিহ্ন। আসলে ধোনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। জানা গিয়েছে, তাই নাকি সেনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতেই গ্লাভসের উপর বলিদান চিহ্ন রেখেছিলেন তিনি। আইসিসি-র অন্যতম জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফার্লং বৃহস্পতিবার বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে অনুরোধ করা হয়েছে ধোনি যাতে পরের ম্যাচগুলোতে ওই সেনা প্রতীক-সহ মাঠে না নামেন। দক্ষিণ আফ্রিকা ইনিংসের ৩৯.৩ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে আন্দাইল ফেহলুকওয়েও-কে স্টাম্প করেন ধোনি। তখনই টিভি ক্যামেরা ধোনিকে ধরলে দেখা যায়, ভারতীয় উইকেটকিপারের দুই গ্লাভসের উপরেই সাঁটা রয়েছে সেই বলিদান চিহ্ন। যা ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশ্যাল কমান্ডোদের ব্যাজ। অতীতে ২০১৫ সালে প্যারা স্পেশ্যাল ফোর্সের সঙ্গে দুসপ্তাহ ট্রেনিং করেছিলেন ধোনি। সেই সময়ে প্যারাশুট-সহ পাঁচবার ঝাঁপ দিয়েছিলেন বিশ্বকাপজয়ী সাক্তন এই ভারত অধিনায়ক। সূত্র: গো নিউজ২৪ আর এস/ ০৭ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WmF73g
June 07, 2019 at 10:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন