কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের শতভাগ রেকর্ডটা আরও একবার অক্ষুণ্ন রাখলো আর্জেন্টিনা। মারকানায় কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুক্রবার দিবাগত রাতে (বাংলাদেশ সময়) ২-০ গোলে জিতেছে লিওনেল মেসির দল, নাম লিখিয়েছে টুর্নামেন্টের সেমিফাইনালে। এ নিয়ে কোপা আমেরিকায় ছয়বারের দেখায় প্রতিবারই ভেনেজুয়েলাকে হারানোর কৃতিত্ব দেখাল আলবিলেস্তেরা। সেমিতে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ম্যাচের শুরুতে বেশ এগিয়েই ছিল আর্জেন্টিনা। বল দখল, পাস কিংবা শট নেয়া-সব ক্ষেত্রেই এগিয়ে থাকার ফলটা পেতে দেরি হয়নি আলবিসেলেস্তেদের। ১০ মিনিটের মাথায়ই প্রথম গোল পেয়ে যায় তারা। দশম মিনিটে দুটি কর্নার পায় আজেন্টিনা। প্রথমটিতে লিওনেল মেসির ক্রস থেকে সার্জিও আগুয়েরো গোল করতে পারেননি। তবে পরের কর্নারে আগুয়েরোর ক্রস বক্সের মধ্যে পেয়ে ডান পায়ের শটে ভেনিজুয়েলার গোলরক্ষককে পরাস্ত করেন লুতারো মার্টিনেজ (১-০)। গোল খেয়ে যেন হুঁশ ফেরে ভেনেজুয়েলার। এরপর তারা বেশ চড়াও হয়ে খেলেছে। বল দখল, পাসিংয়ে নিজেদের প্রভাব দেখিয়েছে। তবে আর্জেন্টাইন রক্ষণ ভেদ করে শট নিতে পারেনি সেভাবে। আর্জেন্টিনা বরং বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। তবে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি লিওনেল মেসির দল। ১-০ গোলে এগিয়ে থেকেই যায় বিরতিতে। গোল শোধের জন্য দ্বিতীয়ার্ধেও চেষ্টা করেছে ভেনেজুয়েলা। তবে ৭৪ মিনিটের মাথায় আরও এক গোল হজম করে বসে তারা। সার্জিও আগুয়েরোর শট প্রথমে ঠেকিয়ে দিয়েছিলেন ভেনেজুয়েলা গোলরক্ষক। কিন্তু তারই ভুলে জালে বল জড়িয়ে দেন জিওভানি লো সেলসো (২-০)। শেষপর্যন্ত ওই ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির দল। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৯ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FFSqWR
June 29, 2019 at 04:42AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন