হলিউড থেকে চুরি হয়ে গেছে বিখ্যাত মার্কিন অভিনেত্রী, মডেল ও গায়িকা মেরিলিন মনরোর একটি ভাস্কর্য। হলিউডের ওয়াক অব ফেমে ১৯৯৪ সালে স্থাপন করা হয়েছিল স্টেইনলেস স্টিলের ওই ভাস্কর্য। লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। কিংবদন্তী অভিনেত্রী ডোলোরেস ডেল রিও, ডোরাথি ডান্ড্রিজ, ম্য ওয়েস্ট এবং অনা মে ওয়াংকে নির্মাণ করা ওই ভাস্কর্যটি চলচ্চিত্রে সকল নারীদের প্রতি সম্মান জানিয়ে নির্মাণ করা হয়। সবার ওপরে স্থাপন করা হয়েছিল মনোরোর ভাস্কর্যটি। ১৯৫৫ সালে দ্য সেভেন ইয়ার ইচ ছবিতে মনরোর একটি পোজ বিখ্যাত হয়। যাতে দেখা যায় বাতাসে মনরোর স্কার্ট উড়ে যাচ্ছে আর একগাল হেসে স্কার্ট সামলানোর চেষ্টা করছেন অভিনেত্রী। সেই আদলে ভাস্কর্যটি নির্মাণ করা হয় যা স্থাপন করা হয় হলিউডের ওয়াক অব ফেমের কাছে। সূত্র: বিডি প্রতিদিন আর এস/ ২১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2IwCRTy
June 21, 2019 at 10:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top