ঢাকা, ২৪ জুন- মনের মতো চরিত্র না পাওয়াতে দীর্ঘদিন অভিনয়ের বাইরে চিত্রনায়িকা ববিতা। কয়েকমাস আগে শোনা গিয়েছিল আবারও ফিরছেন তিনি। সে রকম ইঙ্গিতও দিয়েছিলেন এ অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল আর বোধ হয় ফেরা হচ্ছে না তার। খোঁজ নিয়ে জানা গেছে, ছবিতে অভিনয় করার ব্যাপারে এক পরিচালকের সঙ্গে কথাও বলেছিলেন ববিতা। পরিচালককে তার চরিত্রটির ব্যাপারে কিছু কারেকশনও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্র ববিতার মনের মতো চরিত্র না হওয়ায় অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এর ফলে ববিতার অভিনয়ে ফিরে আসার যে আশার প্রদীপ জ্বলছিল, সেটাও আপাতত নিভে গেল। তবে অভিনয়ে আর ফিরবেন না এটা কিন্তু কখনই বলেননি তিনি। তবে এখন যে ধরনের নায়ক-নায়িকাকেন্দ্রিক ছবি নির্মিত হচ্ছে, আদৌ ববিতা আর নতুন কোনো ছবিতে অভিনয় করবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এ প্রসঙ্গে ববিতা বলেন, এখনও ছবির দর্শক আছে, এটা আমি বিশ্বাস করি। ভালো গল্পের ছবি যুগের পর যুগ দর্শক দেখতে চান। পাশের দেশ ভারতের দিকে তাকালেই অমিতাভ বচ্চনের এখনও ছবিতে নিয়মিত কাজ করার বিষয়টি বিশেষভাবে চোখে পড়ে। তাকে কেন্দ্র করেই গল্প লেখা হচ্ছে। শ্রীদেবীর মতো নায়িকাকে কেন্দ্র করেও ছবি নির্মিত হয়েছে। সেখানে যদি এমনটি হতে পারে তাহলে আমাদের এখানে কেন নয়? আমার বিশ্বাস আমাদের এখানে মেধাবী কাহিনীকার আছেন, আছেন নির্মাতাও। শুধু উদ্যোগের অভাব। উদ্যোগী হলেই আমাদের মতো যারা আছি তাদের নিয়ে সিনেমা নির্মাণ সম্ভব। তিনি আরও বলেন, নামের আগে শুধু কিংবদন্তি বিশেষণ জুড়ে দিলেই তো আর হয় না, এই বিশেষণের চেয়ে তাদের নিয়ে কাজ করিয়ে প্রমাণ করে দিন তারা সত্যিকার অর্থেই কিংবদন্তি। আমার বিশ্বাস, চাইলে নির্মাতারা অবশ্যই সেটা পারেন। শুধু শক্ত মনোবল প্রয়োজন। অভিনয়ে অনিশ্চয়তা থাকলেও প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি ছবি নির্মাণের ইচ্ছে রয়েছে তার। প্রসঙ্গত, নারগিস আক্তারের পরিচালনায় সর্বশেষ ববিতাকে পুত্র এখন পয়সাওয়ালা ছবিতে অভিনয় করতে দেখা গেছে। বর্তমানে ডিসট্রেস চিলড্রেন ইনফ্যান্ট ইন্টারন্যাশনালের শুভেচ্ছাদূত হয়ে কাজ করে যাচ্ছেন তিনি। আর/০৮:১৪/২৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2L94bZy
June 24, 2019 at 04:33AM
24 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top