ঢাকা, ১৮ জুন- মুক্তি পেতে যাচ্ছে মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা অবতার। মাহমুদ হাসান শিকদার পরিচালিত সিনেমাটি আগামী ১৯ জুলাই সারা দেশে ছবিটি মুক্তি পাবে। তার আগেই এসে গেলো সিনেমাটির নতুন গান যারে দেখে মন। রোমান্টিক এই গান জুড়ে ভালোবাসার স্বপ্ন বুনে গেছেন মাহি। গানের অভিব্যক্তিতে কার প্রেমে পড়বেন, কাকে ভালোবাসবেন বলে গেছেন তিনি। গানটিতে কন্ঠ দিয়েছেন ন্যান্সি। যারে দেখে মন স্বপ্ন কিনে ফেলে, যারে ভেবে হৃদয় জোছনা মেখে ফেলে, তার প্রেমে তো পড়বই, তারে তো ভালো বাসবোই এমনই কথার মিষ্টি ভালোবাসার গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার শহিদুল্লাহ ফরায়জী। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর। মাহমুদ হাসান শিকদার বলেন, সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর অবতার মুক্তি দেওয়ার জন্য ভালো একটা দিন খুঁজছিলাম। অবশেষে ১৯ জুলাই মুক্তির তারিখ ঠিক করেছি। আগে ভাগেই ছবি গান মুক্তি দিলাম। আশা করছি দর্শকদের ভালো লাগবে গানটি। ২০১৭ সালের ডিসেম্বরে অবতারর শুটিং শুরু হয়। শেষ হয় ২০১৮ সালের ডিসেম্বরে। সিনেমাটির কাহিনী প্রসঙ্গে মাহমুদ হাসান শিকদার বলেন, মানব সভ্যতার শুরু থেকে ভালো আর মন্দের ভারসাম্য দোদুল্যমান। আজ আমাদের সভ্যতা ভারসাম্যহীন, অসুস্থ, জীর্ণ। অশুভ শক্তির কালো ছায়ায় বিকলাঙ্গ। এখানে শিশুর খাদ্যে বিষ, স্কুলের বাচ্চারা মাদকাসক্ত, ছোট শিশু ধর্ষিত। মানবতা রক্ষায় কোথাও কোনো দেবতার আগমনী বার্তা নেই। তবুও সভ্যতার দায় মেটাতে কাউকে না কাউকে প্রতিবাদের চিৎকার দিতেই হয়, হাতে নিতে হয় মুক্তির ঝাণ্ডা, হতে হয় অবতার। এই অবতারদের গল্প নিয়ে এগিয়ে গেছে ছবিটির কাহিনী। অবতারর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই। প্রযোজনা করছেন সাগা এন্টারটেইনমেন্ট। সিনেমাটিতে গান থাকছে মোট পাচঁটি। এর মধ্যে চারটি তৈরি হয়েছে। গানগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী ও তারিক তুহিন। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন, জাভেদ আহমেদ কিসলু ও কিশোর। কণ্ঠ দিয়েছেন ন্যানসি, এসআই টুটুল, কিশোর ও পুলক। আর/০৮:১৪/১৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/31GIGFa
June 18, 2019 at 08:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top