লন্ডন, ০৭ জুন- বাংলাদেশের ১৭ কোটি মানুষের দোয়া ও উৎসাহ ক্রিকেট মাঠে দলের মূল শক্তি বলে মন্তব্য করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে কার্ডিফের ওয়েলস ন্যাশনাল অ্যাসেম্বলি হলে লন্ডন বাংলাদেশ হাই কমিশনের দেয়া এক সংবর্ধনার ফাঁকে সমকালের কাছে এমন মন্তব্য করেন তিনি। বুধবার ওভালে খেলা পরবর্তী প্রতিক্রিয়ায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলরের ওভাল নয়, মনে হয়েছে ঢাকা বা চট্টগ্রামে খেলছি এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মাশরাফি এমন মন্তব্য করেন। মাশরাফি বলেন, আমাদের সমর্থকদের সম্পর্কে নিউজিল্যান্ডের মতো টিমের একজন খেলোয়ারের যদি এই প্রতিক্রিয়া হয়, তাহলে আমাদের প্রতিক্রিয়া জানার কি আর কোন প্রয়োজন আছে? মাশরাফি বলেন ক্রিকেট মাঠে উপস্থিত হয়ে আমাদের সমর্থকরা যেভাবে আমাদের উৎসাহিত করছেন তা খেলায় আমাদের অবশ্যই শক্তি জোগায়। বাংলাদেশ টিমের এই পর্যায়ে উঠে আসার পেছনে দর্শকদের উৎসাহ সব সময়ই অন্যতম শক্তি হিসেবে কাজ করেছে, এমন মন্তব্য করে টাইগার দলপতি বলেন, আমাদেরকে আজ যেভাবে আপনারা সম্পদ বলছেন, ঠিক তেমনি সমর্থকরাও আমাদের সম্পদ। খেলার ফাঁকে গ্যালারিতে চোখ পড়লেই যখন দেখি লাল সবুজের ছড়াছড়ি, কান পাতলেই যখন শুনি বাংলাদেশ, বাংলাদেশ তখন ভেতরে জয়ের আকাঙ্খা বেড়ে যায়। বিশ্বকাপের সামনের ম্যাচগুলো নিয়ে কেমন আশাবাদী, এ বিষয়ে জানতে চাইলে মাশরাফি বলেন, ১৭ কোটি মানুষের আশীর্বাদ থাকলে আশাবাদী না হয়ে কী উপায় আছে। সূত্র: সমকাল আর/০৮:১৪/০৭ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2MB8L56
June 07, 2019 at 08:42AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন