লন্ডন, ২৭ জুন- চলতি ইংল্যান্ড বিশ্বকাপে শুরুর দিকে চারটি ম্যাচে বৃষ্টির কারণে কোনো বল মাঠেই গড়াইনি। যার ফলে কিছুটা ঝিমিয়ে পড়েছিলো এই আসরটি। কিন্তু শেষ দিকে এসে উত্তেজনাকর হয়ে দাঁড়িয়েছে। পয়েন্ট তালিকার দিকে তাকালে দেখা যাবে সেটি যেনো জমে ক্ষীর হয়ে আছে। রাউন্ড রবিন লিগের শেষদিকে এসে অপেক্ষাকৃত কম প্রত্যাশিত ফলাফল ঘটে যাওয়ায় সেমিফাইনালের লাইনআপ নিশ্চিত হয়নি এখনো। লক্ষ্য করলে দেখা যাবে, সবচেয়ে বিপাকে আছে স্বাগতিক ইংল্যান্ড। পাকিস্তানের কাছে হারা ম্যাচটি ছাড়া অন্যান্য ম্যাচগুলোতে দাপটের সাথে জিতে উড়ন্ত শুরুর পরও দলটি টানা দুটি ম্যাচ হেরে পড়েছে বাদ পড়ার শঙ্কায়। ইংল্যান্ডের এই শঙ্কা, সুবিধা হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের জন্য। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে এখনো ১ পয়েন্টে পিছিয়ে থাকলেও যথাক্রমে পয়েন্ট টেবিলের পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা বাংলাদেশ সেমির দৌড়ে টিকে আছে এখনো। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের পরবর্তী ম্যাচটি, যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত। ঐ ম্যাচে ভারত জয়লাভ করলে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলেরই লাভ। কিন্তু সমস্যা হচ্ছে প্রথা ভাঙা নিয়ে। শুধু ক্রিকেটীয় দিক থেকেই নয়, রাজনৈতিক বা রাষ্ট্রীয় সংজ্ঞায়নেও ভারত যেন পাকিস্তানের চির দুশমন। আবার ইংল্যান্ড ভারতকে হারালে বিপাকে পড়বে পাকিস্তান। সেক্ষেত্রে পাকিস্তান কি ভারতকে সমর্থন করবে? করলেই বা সেটি কী করে? তাদের আদর্শেই যে ভারতের সাথে বিদ্বেষ! তাই পাকিস্তানী সমর্থকদের উদ্দেশ্যে টুইটারে একটি বার্তা দিয়েছেন ইংলিশ ধারাভাষ্যকার নাসের হুসেইন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক জানতে চান, সকল পাকিস্তান সমর্থকদের কাছে প্রশ্ন- রোববার ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচে কাকে সমর্থন করবেন? আর/০৮:১৪/২৭ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JbrL58
June 27, 2019 at 09:01AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন