লন্ডন, ০৪ জুন- বিশ্বকাপে প্রতিটি দল তাদের প্রথম ম্যাচ খেললেও এখনো মাঠে নামেনি অন্যতম ফেবারিট ভারত। আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বিরাট কোহলির দল। তবে তার আগেই ডোপ টেস্ট করাতে হয়েছে দলটির সেরা বোলার জসপ্রিত বুমরাহ। প্রথম ম্যাচকে সামনে রেখে সোমবার সাউদাম্পটনে অনুশীলন করছিল ভারত। বিসিসিআইয়ের উদ্বৃতি দিয়ে ভারকীয় গণমাধ্যমে জানানো হয়ছে যে, অনুশীলণ থেকেই বুমরাহকে ডোপ টেস্টিংয়ের জন্য ডেকে নেয়া হয়। আইসিসি ইভেন্টের জন্য ভারতের প্রতিটি খেলোয়াড়কেই ডোপ টেস্ট করানো হবে। যা পরিচালনা করা হবে ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)র মাধ্যমে। দুটি ধাপের মধ্যে বুমরাহর ডোপ টেস্ট করানো হয়। প্রথমে ধাপে তার মূত্র পরীক্ষা করানো হয় এর ৪৫ মিনিট পর তার রক্ত নেয়া হয় পরীক্ষার জন্য। বুমরাহর ডোপ টেস্ট যদি পজিটিভ ধরা পড়েন, তাহলে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারে ভারত। কেননা বর্তমানে দলের সেরা বোলার তিনি। তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাকে হারালে কোহলির দলের বোলিং ইউনিটের শক্তি অনেকটাই কমে যাবে। বুমরাহ যে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, সেটা মনে করেন কিংবদন্তি বোলার ওয়াসিম আকরামও। সাবেক এই পাকিস্তান অধিনায়ক বলেন, বুমরাহ আমার সামনেই তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছে। তার বোলিং অ্যাকশন কিছুটা উদ্ভট ধরনের। তবে সে ভাল রিভার্স সুইং করাতে পারে। সে তরুণ এবং জানে বোলিংটা কি। সে এখন বুঝতে পেরেছে তাকে কি করতে হবে। নিশ্চিত করে বলতে গেলে- বুমরাহই বিশ্বকাপের তারকা খেলোয়াড় হবে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2QJpC4n
June 04, 2019 at 10:33AM
04 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top