লন্ডন, ১৮ জুন- এই জয়কে বিধ্বংসী বলা যেতে পারে। সাকিব-লিটনের রুদ্ররূপ দেখেছে ক্যারিবীয় বোলাররা। কটরেল-থমাসদের পিটিয়ে রীতিমতো তুলোধুনো করেছে টাইগাররা। বিশ্বকাপের বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসানকে আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক তারকা ব্যাটসম্যান হার্শেল গিবস। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ খেলতে নেমে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেয়া ৩২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫২ রানের মাথায় ওপেনার সৌম্য সরকার ফিরে গেলে খেলতে নেমেছিলেন সাকিব। এরপর দারুণ ব্যাটিং করে নিজের ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকান তিনি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাকিব। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুটি হাফসেঞ্চুরি পেয়েছিলেন তিনি। সাকিবের বন্দনা করতে তাই ভোলেননি গিবস। সাকিবের দারুণ ব্যাটিং দেখে শুরু থেকেই তাঁর সেঞ্চুরির আভাস পাচ্ছিলেন এই প্রোটিয়া। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, সাকিব এই বিশ্বকাপের বিশেষজ্ঞ ব্যাটসম্যান। দারুণ চিত্তাকর্ষক, আরেকটি সেঞ্চুরি আসছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। এরপর কিউইদের বিপক্ষে ৬৪ রানের আরেকটি অনবদ্য ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হয়ে ১২১ রান করেন তিনি। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/১৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2IoBPc7
June 18, 2019 at 05:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top