কলকাতা, ০৪ জুন- তৃণমূল এবং মমতা ব্যানার্জীর জয় শ্রী রাম ধ্বনি নিয়ে আপত্তি দেখানোর পর বিজেপির তরফ থেকে ১০ লক্ষ জয় শ্রী রাম লেখা পোস্ট কার্ড মমতা ব্যানার্জীর বাড়িতে পাঠিয়ে দেওয়ার অভিযান চলছে। মমতা ব্যানার্জী বিজেপির জয় শ্রী রাম এর পাল্টা জয় হিন্দ আর জয় বাংলা স্লোগান তুলেছেন। মমতা ব্যানার্জী একদিন আগে ফেসবুকে একটি পোস্ট করে জয় শ্রী রাম স্লোগান নিয়ে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি একটি ধর্মীয় স্লোগানকে দলের প্রচারের কাজে লাগাচ্ছে। তিনি আরও বলেন, কোন দলের স্লোগান নিয়ে আমাদের কোন আপত্তি নেই। প্রতিটি দলের স্লোগান আছে, তাঁরা সেই স্লোগান দিতে পারে। কিন্তু একটি ধর্মীয় স্লোগানকে বিজেপি নিজেদের স্বার্থে ব্যাবহার করে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। একদিকে মমতা ব্যানার্জী ফেসবুক পোস্টের মাধ্যমে জয় শ্রী রাম স্লোগানকে ধর্মীয় স্লোগান বলে সন্মান জানানোর চেষ্টা করছেন। আরেকদিকে সর্বসমক্ষে তিনি নিজেই এই স্লোগানকে বেশ কয়েকবার গালাগালি বলে আখ্যা দিয়েছিলেন। ওনার কনভয়ের সামনে এই স্লোগান দেওয়ার জন্য গাড়ি থেকে নেমে তিনি বলেছিলেন, আমাকে দেখে গালাগালি দিচ্ছে ওঁরা। আর এটা তিনি একবার না, বেশ কয়েকবারই বলেছিলেন। আরেকদিকে মমতা ব্যানার্জী ফেসবুক পোস্টের মাধ্যমে বোঝাতে চাইছেন যে, তিনি প্রতিটি দল এবং তাঁদের দলের স্লোগানকে সন্মান জানান। কিন্তু এই মমতা ব্যানার্জীর শাসন কালে বিজেপি এবং কংগ্রেসের সভা করার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাও প্রশাসনিক গেঁড়য় ফেলে বানচাল করার চেষ্টা করেছিল রাজ্য সরকার। এছাড়াও কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর সভা বাতিল করিয়েছিল এই মমতা ব্যানার্জীর সরকার। এত কিছু করার পরেও, তিনি ফেসবুক পোস্টে নিজের এবং নিজের দলের সন্মান বজায় রাখতে বিরোধী দলগুলোকে গণতন্ত্রের পাঠ পড়িয়েছিলেন তিনি। বিজেপির জয় শ্রী রাম লেখা ১০ লক্ষ পোস্ট কার্ডের পাল্টা বিজেপির নেতাদের কাছে জয় হিন্দ আর জয় বাংলা পাঠানোর অভিযান শুরু করেছে তৃণমূল। আর এরজন্য সোশ্যাল মিডিয়ায় বিজেপির নেতাদের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বর ভাইরাল করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল যেসব নেতাদের মোবাইল নম্বর ভাইরাল করছে, তাঁদের মধ্যে অন্যতম হল বিজেপির সাংসদ অর্জুন সিং, বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এবং বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূলে পক্ষে থেকে এই তিন বিজেপির সাংসদের ফোন নাম্বার ভাইরাল করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, এবং সবাইকে অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন এই নম্বর গুলোতে জয় হিন্দ আর জয় বাংলা লিখে ম্যাসেজ করে। তৃণমূলের এই অভিযানের পর বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ তৃণমূলকে অশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, এতদিন ধরে আমার ফোন নাম্বার মুষ্টিমেয় কিছু মানুষের কাছে ছিল, কিন্তু তৃণমূলের সৌজন্যে এখন আমার নাম্বার বাংলার প্রতিটি গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। আমি এখন আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব। তৃণমূলের সন্ত্রাস, দুর্নীতি নিয়ে আমি আরও বেশি করে মানুষকে বোঝাতে পারব। দিলীপ ঘোষ বলেন, এর আগে যাদের কাছে আমার ফোন নাম্বার ছিলোনা, তাঁদের কাছেও এখন আমার নাম্বার আছে। তাঁরা এখন সরাসরি ফোন করে আমার সাথে যোগাযোগ করতে চাইছে। এমনকি সোমবার থেকে বহু তৃণমূল নেতা আমাকে ফোন করেছেন। তৃণমূলের তরফ থেকে দিলীপ ঘোষের ফোন নম্বর ভাইরাল করায় বেজায় খুশি দিলীপ ঘোষ। তিনি বলেন, যাক এই সুযোগে তৃণমূলের মধ্যে অন্তত জাতীয়তাবাদটা জেগে উঠবে। আর এস/ ০৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ZbKHrb
June 04, 2019 at 11:15AM
04 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top