লন্ডন, ২৯ জুন- আজ শনিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। উত্তেজনা ছড়াবে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির স্বপ্ন জিইয়ে রেখেছে পাকিস্তান। পা ফসকালেই বিপদ। তাই আফগানদের বিপক্ষে সতর্ক সরফরাজবাহিনী। আসরে এখনো জয়শূন্য আফগানিস্তান। তাই তারও মাঠে নামবে জয় পাওয়ার জন্যই। সেভাবে হোক জিততে তারা চাইবেই। সরফরাজবাহিনীর শেষ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সে পরের কথা পরে। অন্তত: একটি জয় নিয়ে ঘরে ফিরতে চান, নবী-রশিদরা। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। লর্ডসে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা অজিদের হারিয়ে শেষ চারে উঠতে চায় নিউজিল্যান্ড। সূত্র: আরটিভি আর এস/ ২৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xu56Ml
June 29, 2019 at 06:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top