লন্ডন, ৩০ জুন- চলতি বিশ্বকাপে ক্যারিবিয়ান পেসার শেলডন কটরেল এর সেলিব্রেশন স্টাইল নজর কেড়েছে সকলের। কটরেল জামাইকান আর্মিতে কর্মরত। আবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেন। তাই কটরেল প্রতিটা উইকেট পাওয়ার পর বিশেষ স্টাইলে উদযাপন করেন। সেনার মতো স্যালুট করে চলে সেই সেলিব্রেশন। যা কি না এবার বিশ্বকাপ বেশ জনপ্রিয়। সেই কটরেল ভারতের বিরুদ্ধে ম্যাচেও একই স্টাইলে সেলিব্রেশন করেছিলেন। তার পরই মোহাম্মদ শামি মজা করে তাকে নকল করেন। আসলে শামিকে আউট করার পর কটরেল স্যালুট স্টাইলে সেলিব্রেট করেছিলেন। এর পর যুজবেন্দ্র চাহলের বলে এলবিডব্লিউ হন কটরেল। তখন শামি তাকে নকল করে পাল্টা স্যালুট স্টাইলে সেলিব্রেট করেন। এর পরই নেটদুনিয়ায় এই দুই তারকার দুটি ছবি ও ভিডিও ভাইরাল হয়। এমনকী শামির এমন কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খাচ্ছিলেন বিরাট কোহলি। তারপর তিনি কটরেলকে নকল করেন। তবে শামি-কোহলির এমন নকল করার ভিডিও প্রকাশ্যে আসার পর দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ব্যাপারটিকে নিছকই মজা হিসেবে নিয়েছেন। কেউ আবার বলেছেন, এভাবে নকল করাটা শোভনীয় নয়। শামি-কোহলির এই নকল করার ব্যাপারটা অবশ্য ভালোভাবে নেয়নি ফক্স স্পোর্টস এশিয়া। তারা শামির এই কাণ্ড নিয়ে সমালোচনা করেছে। টুইটে ফক্স স্পোর্টস এশিয়ার অ্যাকাউন্ট থেকে লেখা হয়, সেনাকে অসম্মান নাকি নিছকই আনন্দ? এমনটা করার কী দরকার ছিল শামি? ফক্স স্পোর্টসের ওই টুইটের সূত্র ধরে নিজের প্রোফাইল থেকে কটরেল আবার হিন্দিতে শামিকে জবাবও দিয়েছেন। সূত্র: বিডি প্রতিদিন আর এস/ ৩০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Jdkmm1
June 30, 2019 at 08:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top