আগামী সোমবার সাউদাম্পটনে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আশা করা যাচ্ছে পরের ম্যাচেই ফিরবেন মোসাদ্দেক ও সাইফুদ্দিন। যদিও ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠেননি সাইফ। আশার কথা হচ্ছে, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে একাদশে ফিরতে পারেন দলের গুরুত্বপূর্ণ এই সদস্য। একাদশে দেখা যেতে পারে আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও। দুই বিভাগেই মোটামুটি সফল মোসাদ্দেক। বল হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট তুলে নিয়েছিলেন তিনি। বিশ্বকাপে আসার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও ছন্দে ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে পড়েন এ দুই ক্রিকেটার। অজিদের বিপক্ষে তাদের বদলি হিসেবে যাদের একাদশে নেওয়া হয় তারা কেউই জ্বলে উঠতে পারেননি। পুরোটাই ব্যর্থ ছিলেন রুবেল হোসেন ও সাব্বির আহমেদ। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, যতটুক আমি জানি মোসাদ্দেকের পরের ম্যাচ খেলার সম্ভাবনা বেশি। সাইফুদ্দিনের সম্ভাবনা এখনো ফিফটি-ফিফটি। আমরা আমাদের সেরা চেষ্টাটাই করছি যাতে পরের ম্যাচের জন্য ওকে দ্রুত প্রস্তুত করতে পারি। আগের যে চোটটা ছিল ঐটাই, আশা করছি দ্রুতই সেরে উঠবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সেমিফাইনালের পথটা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। এমন অবস্থায় টাইগারদের সম্ভাবনা আরেকটু জোরালো করতে আফগানদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। এই লড়াইয়ে সেরা একাদশই গড়তে চাইবে বাংলাদেশ। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ২২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2L5PIO5
June 22, 2019 at 07:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top