লন্ডন, ২৬ জুন- পাকিস্তানি আম্পায়ার আলিম দারের কবল থেকেই যেন মুক্ত হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির ইভেন্টে বাংলাদেশের ম্যাচ মানেই পাকিস্তানি এই আম্পায়ার এবং প্রতিবারই বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশের বিপক্ষে পরোক্ষভাবে অবস্থান নিচ্ছেন এই পাকিস্তানি আম্পায়ার। সোমবার সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেন আলিম দার। ওই ম্যাচে আফগান স্পিনার মুজিব-উর রহমানের বলে লিটন দাসের একটি ক্যাচ নিয়ে দারুণ বিতর্কের জন্ম দিয়েছেন আলিম দার। লিটনের ক্যাচটি ধরেন হজরতুল্লাহ শহিদী। টিভি রিপ্লেতে বার বার দেখা যাচ্ছিল, বলটা মাটি থেকে কুড়িয়ে তুলেছেন শহিদি। কিন্তু টিভি আম্পায়ার সেটাকে আউট বলে ঘোষণা দেন। সাকিব আল হাসানের এলবিব্লিউ আউট নিয়েও বিতর্কের অবকাশ রয়েছে। যদিও এখানে আলিম দার নন, ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্যাটলবার্গ এবং মিকায়েল গফ দায়ী। মুজিব-উর রহমানের উপর্যুপুরি আবেদনের মুখে অনেকক্ষণ বিরতি নিয়ে এরপর আঙ্গুল তোলেন আম্পায়ার। সাকিব রিভিউ নিলে, দেখা যায় বলটা লেগ স্ট্যাম্পে হয়তো আলতো ছোঁয় দিয়ে চলে যেতো বাইরে। এমন পরিস্থিতিতে সাধারণত আম্পায়াররা আউট দেন না। কিন্তু সাকিবের ক্ষেত্রে দিয়েছিলেন। রিভিউতে তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখলেন আলিম দার। সেই আলিমদার আবারও বাংলাদেশের ম্যাচে। ২ জুলাই ভারতের বিপক্ষে বার্মিংহ্যামরে এজবাস্টনে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে বাংলাদেশের সামনে জয় ছাড়া বিকল্প নেই। কিন্তু মাঠে ভারতের ১১ ক্রিকেটারের সঙ্গে অলক্ষ্যে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা আলিম দারের বিপক্ষেও যে খেলতে হবে বাংলাদেশকে? ভারত-বাংলাদেশ ম্যাচেও কিন্তু আলিম দার মাঠের মূল আম্পায়ারের দায়িত্ব পালন করবেন না। তিনি থাকবেন টিভির সামনে। মাঠের দুই আম্পায়ার পালিয়াগুরুগে এবং মরিস ইরাসমাস কোনো সিদ্ধান্তের জন্য টিভি আম্পায়ারের দিকে রেফার করলে কিংবা কেউ রিভিউ নিলে সেটা দেখার দায়িত্বে থাকবেন পাকিস্তানি আলিম দার। তখন আবারও বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়াটা বিচিত্র কিছু হবে না আলিম দারের জন্য। বাংলাদেশের বাকি ম্যাচেই কেবল আলিম দার নেই কোনো দায়িত্বে। সেদিন (৫ জুলাই) যে বাংলাদেশ খেলতে নামবে আলিম দারেরই দেশ পাকিস্তানের বিপক্ষে! সেদিন মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন দুই ইংলিশ রিচার্ড ক্যাটলবার্গ এবং মিকায়েল গফ। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ। বাংলাদেশের প্রায় প্রতিটি বড় বড় ম্যাচেই দায়িত্ব দেয়া হয় আলিম দারের কাঁধে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে আলিম দার ছিলেন মাঠের আম্পায়ার। সেদিন রোহিত শর্মার ক্যাচ বাতিল করে দিয়ে সরাসরি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এই পাকিস্তানি আম্পায়ার। সঙ্গে ছিলেন ইংল্যান্ডের ইয়ান গোল্ড। তবে এটা ঠিক, আইসিসি বিশ্বকাপ শুরুর আগেই ম্যাচ বাই ম্যাচ তালিকা তৈরি করে কোন ম্যাচে কোন আম্পায়ার দায়িত্ব পালন করবেন সেটা নির্ধারণ করে রাখে। অর্থ্যাৎ, টুর্নামেন্ট শুরুর আগের সিদ্ধান্তেই কিন্তু দায়িত্ব পালন করছেন আলিম দার। যদিও, বাংলাদেশের সমর্থকদের প্রশ্ন, বিতর্কিত আলিম দার যখন বার বারই বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়, তখন কেন তাকে বাংলাদেশের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়ে থাকে আইসিসি? সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YhLNkY
June 26, 2019 at 09:10AM
26 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top