কলকাতা, ১৫ জুন- লোকসভা ভোটের আগে থেকেই ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছিলেন, বিজেপি বাঙালি ও অবাঙালিদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। এবার তিনি বললেন, বাংলায় থাকতে গেলে আগে বাংলা শিখতে হবে। তার পরে অন্য ভাষা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বহিরাগতরা এখন এ রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা করছে। সেই সূত্রেই শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, আমি বিহারে বা উত্তরপ্রদেশে গেলে হিন্দি বলি। পঞ্জাবে গেলে পাঞ্জাবি ভাষায় বলি কয়েক লাইন। তামিলনাড়ুটা শুধু জানি না। তবু ভানাক্কমটা (নমস্কার) জানি। বাংলায় থাকতে হলে বাংলাটাও শিখতে হবে। তার পরে অন্য ভাষা। কাঁচরাপাড়ায় তৃণমূলের কর্মিসভার মঞ্চে তিনি আরও বলেন, বাংলায় থাকব আর বাইকে চেপে ভয় দেখিয়ে চলে যাব, এই ক্রিমিনালগিরি মানব না! পুলিশকে বলছি, দুষ্কৃতীদের থামান। গ্রেফতার করুন। তৃণমূল শিবিরের বক্তব্য, ব্যারাকপুর লোকসভা আসনে বিজেপির জয়ের পরে এলাকায় অর্জুন সিংহের যে বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, তাদের সম্পর্কেই এমন মন্তব্যে করেছেন মুখ্যমন্ত্রী। বাংলাকে কিছুতেই গুজরাত হতে দেবেন না, এ কথাও এদিন বললেন মমতা। তবে একই সঙ্গে তিনি ব্যাখ্যা দিয়েছেন, এর মানে গুজরাতের সব মানুষ খারাপ, এ রকম ধরে নেয়া ঠিক নয়। কিন্তু কেউ যদি বলেন, গাঁধীজি আর অমিত শাহ এক, তা হলে কিন্তু মানব না। দেশ স্বাধীন হওয়ার দিন গাঁধীজি এই কলকাতার বেলেঘাটায় অনশন করেছিলেন দাঙ্গা ঠেকানোর জন্য। সূত্র: আনন্দবাজার আর এস/ ১৫ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2MOrqL1
June 15, 2019 at 07:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন