ইসলামাবাদ, ১৩ জুন- শাহিদ আফ্রিদির একটা থাপ্পড় খেয়ে নিজের ফিক্সিংয়ের অপরাধ স্বীকার করেছিলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। সাবেক ক্রিকেটার আব্দুল রজ্জাক সেই ঘটনার সাক্ষী ছিলেন। প্রায় ৯ বছর আগের কলঙ্কিত এক অধ্যায়ে আলো ফেলেছেন রজ্জাক। আমির অবশ্য চলতি বিশ্বকাপে পাকিস্তানের বোলিং আক্রমণের অন্যতম ভরসা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পরেই পাক নির্বাচকরা আমিরকে বিশ্বকাপের দলে ফেরানোর কথা ভাবনাচিন্তা করেন। আমির নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করছেন ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে। আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত বোলিং করেছেন আমির। ১০ ওভারে বল করে মাত্র ৩০ রান দিয়েই ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। এই ইংল্যান্ডের মাটিতেই ৯ বছর আগে স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন আমির। ২০১০ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। লর্ডসে অনুষ্ঠিত চতুর্থ ও শেষ টেস্টে ইচ্ছা করে নো বল করেন মহম্মদ আসিফ ও আমির। পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক তখন সালমান বাট। তিনিও এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। স্পট ফিক্সিংকাণ্ডে নিষিদ্ধ করা হয়েছিল তিন পাক ক্রিকেটারকে। ২০১১ সালে ইংল্যান্ডের আদালতে নিজের অপরাধের কথা স্বীকার করেন আমির। তার আগে তৎকালীন অধিনায়ক আফ্রিদি আলাদা করে কথা বলেছিলেন আমিরের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্জাকও। কী ঘটেছিল সে দিন? একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রজ্জাক বলেন, আফ্রিদি আমাকে ঘরের বাইরে যেতে বলেছিল। আমি বেরিয়ে গিয়েছিলাম ঘর থেকে। কিছু ক্ষণ পরেই একটা জোরালো থাপ্পড়ের শব্দ শুনতে পাই। এর পরেই আমির পুরো সত্যিটা জানায়। পাঁচ বছরের নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন তিন পাক ক্রিকেটারই। আমিরই শুধু দেশের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছেন। ভরা বিশ্বকাপের মধ্যে ৯ বছর আগের সেই ঘটনা হঠাৎ করে কেন তুললেন রজ্জাক, তা অবশ্য পরিষ্কার নয়। আর/০৮:১৪/১৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WwgiSw
June 13, 2019 at 05:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top