লন্ডন, ২৫ জুন- একরকম আফগানিস্তানকে একাই হারিয়ে দিয়েছেন সাকিব আল হাসান! ব্যাট হাতে হাফসেঞ্চুরি করার পাশাপাশি বোলিংয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক তিনিই। তার এমন অলরাউন্ড পারফর্ম্যান্সে বিমুগ্ধ ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। ম্যাচ শেষে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্বসেরা অলরাউন্ডারের ছবি পোস্ট করেছেন লারা। ক্যাপশনে তিনি লিখেছেন, কী অসাধারণ পারফর্মার এ ছেলেটি! সাকিবকে নিয়ে ক্রিকেটের বরপুত্রের করা পোস্টে এখন পর্যন্ত লাইক পড়েছে ২৫ হাজার। মন্তব্য করেছেন সাড়ে ৮০০ এর অধিক ফ্যান-ফলোয়ার। আর শেয়ার হয়েছে ৪ হাজার ৩০০ বার। এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন সাকিব। ব্যাট-বল হাতে দারুণ ছন্দে আছেন তিনি। দুই বিভাগেই সমানভাবে আলো ছড়াচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী টাইগারদের নয়নমণি। ৪৭৬ রান নিয়ে টেবিল টপার তিনি। বল হাতেও কম যাননি সাকিব। অদ্যাবধি ১০ উইকেট শিকার করেছেন তিনি। এ নিয়ে বিশ্বকাপের দ্বাদশ আসরের সর্বোচ্চ ১০ উইকেটশিকারীর তালিকায় ঢুকে গেছেন বাংলাদেশের প্রাণভোমরা। রয়েছেন অষ্টম স্থানে। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/২৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2LeSwsf
June 25, 2019 at 06:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top