মুম্বাই, ১৩ জুন - ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রিকেট প্রীতি দেখে বেশ আনন্দিত দেশটির ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকার। এ জন্য প্রধানমন্ত্রীকের ধন্যবাদ জানিয়ে টুইট করতে ভুলেননি তিনি। ক্রিকেটের প্রতি দেশের প্রধানমন্ত্রীর এমন অনুরাগ প্রেম দেখে উচ্ছ্বসিত টেন্ডুলকার। বিশ্বকাপ চলাকালীন মোদির একটি কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করে ক্রিকেটের লিটল মাস্টার টুইটে জানান, ধন্যবাদ নরেন্দ্র মোদিজি ক্রিকেটের এমন প্রচারের জন্য। বিশ্বকাপ চলাকালীন এটা ক্রিকেটের একটি সুন্দর কূটনৈতিক উদাহরণ। গত শনিবার দ্বীপরাষ্ট্র মালদ্বীপে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই সফরে প্রতিবেশী দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সলিহকে একটি ক্রিকেট ব্যাট উপহার দিয়েছেন মোদি। সেই ব্যাটে বিশ্বকাপে অংশ নেয়া ভারতীয় দলের ক্রিকেটারদের স্বাক্ষর রয়েছে। এ বিষয়ে টুইটও করেছেন মোদি। তিনি লেখেন, আমার বন্ধু রাষ্ট্রপতি সলিহ একজন তীব্র ক্রিকেট ভক্ত। তাই তাকে আমি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়া ভারতীয় দলের ক্রিকেটারদের স্বাক্ষর করা একটি ক্রিকেট ব্যাট উপহার দিলাম। মোদির এ টুইটের পরপরই তেন্ডুলকার জানান, যে দেশের রাষ্ট্রপতি ক্রিকেট ভক্ত সে দেশকে ক্রিকেটের মানচিত্রে শিগগিরই দেখতে চাই। সু্ত্র : যুগান্তর এন এইচ / ১৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2F71dRk
June 13, 2019 at 08:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top