কুয়ালালামপুর, ১১ জুন- মালয়েশিয়ার অভিবাসন দপ্তর গত পাঁচ মাসে পাঁচ হাজার ২৭২ বাংলাদেশিকে আটক করেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ৪ জুন পর্যন্ত বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের ধরতে চালানো অভিযানে তাদের আটক করা হয়। রোববার মালয়েশিয়ার পত্রিকা ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনকে উদ্বৃত করে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এ সময় দেশব্যাপী চালানো মোট সাত হাজার ৯৪০টি অভিযানে বাংলাদেশি ছাড়াও ২৩ হাজার ২৯৫ জন বিদেশি কর্মীর বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকার কারণে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আট হাজার ১১ জন ইন্দোনেশিয়ার নাগরিক। এর পরই রয়েছে বাংলাদেশিদের অবস্থান। এ ছাড়া মিয়ানমার, ফিলিপাইন ও থাইল্যান্ডের নাগরিকরাও রয়েছে এ তালিকায়। প্রতিবেদনে আরও বলা হয়, গত পাঁচ মাসে ২৬ হাজার ১১৬ অবৈধ অভিবাসীকে যার যার দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে দণ্ড পাওয়া বা দেশে ফেরত পাঠানো বাংলাদেশিদের সংখ্যা জানা যায়নি। আর/০৮:১৪/১১ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2EX0DFZ
June 11, 2019 at 06:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top