মুম্বাই, ২৮ জুন- বলিউডের কুইন খ্যাত আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের করা অভিযোগের প্রেক্ষিতে অভিনেতা ও প্রযোজক আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে মুম্বাইয়ের ভারসোভা পুলিশ স্টেশন। বৃহস্পতিবার পুলিশের কাছে জবানবন্দি দেন কঙ্গনা। মামলাও হয় ওইদিন। ২০১৭ সালে আদিত্যর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন কঙ্গনা। এর বিপরীতে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন আদিত্য। চলতি মাসের শুরুতে সেই মামলার কথা মনে করিয়ে নতুন করে কঙ্গনাকে নোটিশ পাঠান আদিত্য। তার জেরে কঙ্গনাকে চারটি সমন পাঠায় আদালত। এই মামলাতেই বৃহস্পতিবার আদিত্যর বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। মামলায় কঙ্গনার করা অভিযোগ প্রমাণিত হলে জেলে যেতে হতে পারে অভিনেতাকে। যদিও আদিত্য শুরু থেকেই তার বিরুদ্ধে করা সব অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ভারসোভা থানা পুলিশের কাছে সদ্য অভিযোগ দায়ের করা হলেও, ধর্ষণের এই ঘটনাটি আসলে ঘটেছিল ১০ বছর আগে। সেক্ষেত্রে কঙ্গনাকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা প্রমাণ করাটা একটা চ্যালেঞ্জ মুম্বাই পুলিশের কাছে। তবে ভবিষ্যতে কী হবে তা সময়ই বলে দেবে। আর এস/ ২৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31X9Mbn
June 28, 2019 at 12:18PM
28 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top