দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরুর ঠিক আগে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করা হয়েছে। অজি সাংবাদিক ডেনিস ফ্রিডম্যান দুই তরুণীর সঙ্গে শাস্ত্রীর একটি ছবি টুইটারে পোস্ট করেন। ক্যাপশনে যে কথাগুলো লিখেছেন তিনি, তা ইঙ্গিতপূর্ণ। বলাবাহুল্য, তা কখনই শাস্ত্রীর প্রশংসা সূচক নয়। ডেনিসের কৌশলী এই টুইট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের কেউ কেউ শাস্ত্রীর সমালোচনায় নিজেদের ব্যস্ত রাখছেন।আবার কাউকে পাশে পেয়েছেন ভারতীয় কোচ। টিম হোটেলে দুই লাস্যময়ী তরুণীর সঙ্গে শাস্ত্রীর ছবিটির ক্যাপশনে ডেনিস লেখেন, ভারতের বিশ্বকাপ প্রস্তুতি চলছে দারুণভাবেই। এক্ষেত্রে শাস্ত্রীর নারী সঙ্গের দিকেই ইঙ্গিত ছিল স্পষ্ট। টুইটটি পোস্ট হওয়া মাত্রই প্রতিক্রিয়া দেখা দেয় নেটদুনিয়ায়। সুনীল সিং নামক টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়, কোচ দলের জন্য চিয়ারলিডারের ব্যবস্থা করছেন। শফটেড নামক টুইটার অ্যাকাউন্ড থেকে প্রতিক্রিয়া আসে, হার্দিক পান্ডিয়া কোথায় লুকিয়ে আছেন? এক্ষেত্রে জনপ্রিয় টক শো কফি উইথ করণএ নারীদের সম্পর্কে হার্দিকের করা অপমানজনক মন্তব্যকেই ইঙ্গিতে সামনে আনা হয়েছে। প্লাবন তামুলি নামক টুইটার ব্যবহারকারী লেখেন, জন রাইট, গ্যারি কার্স্টেন, অনিল কুম্বলের মতো মহান ব্যক্তিত্বরা এক সময় ভারতীয় ড্রেসিংরুমে থাকতেন। সেই দিন এখন অতীত। এখন একজন মাতাল ধারাভাষ্যকার আমাদের কোচের ভূমিকায়। ভারতীয় ক্রিকেট ভুল একটা লোকের হাতে রয়েছে। গাঙ্গুলীই সঠিক ছিলেন। দীপিকা কাপুর লেখেন, শাস্ত্রীর হাতে একটা গ্লাসের অভাব চোখে পড়ছে। পানামা পেপার্স নামক অ্যাকাউন্ট থেকে কটাক্ষ করে লেখা হয়, শাস্ত্রী উঠতি নারী ক্রিকেটারদের ব্যক্তিগত কোচিং করাচ্ছেন। ভারতীয় কোচের পাশে দাঁড়িয়ে অজি সাংবাদিককের দিকে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বিশ্বজিৎ ঘোষ নামর টুইটার ব্যবহারকারী। তিনি লেখেন, ওরা (শাস্ত্রীরা) অন্তত বল বিকৃতির মতো ঘটনায় জড়িয়ে পড়েনি। এক্ষেত্রে শাস্ত্রীর পাশে দাঁড়ানো ব্যক্তিদের থেকে তার সমালোচকের সংখ্যাই বেশি ছিল। অতীতেও শাস্ত্রীর বিয়ারের বোতল হাতে দলের সঙ্গে ছবি প্রকাশ্যে আসায় বিস্তর সমালোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভারতের কোচ নিযুক্ত হওয়া যাবৎ শাস্ত্রীকে নিয়ে বিতর্ক কম হয়নি। তবে টিম ইন্ডিয়ার সাফল্যে সাত খুন মাফ হয়ে গিয়েছে শাস্ত্রীর। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/০৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2KvkvDJ
June 06, 2019 at 05:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top