লন্ডন, ১৫ জুন - বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে রোববার বিকালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বিশ্বকাপ ইতিহাসে টিম ইন্ডিয়ার সঙ্গে ছয়বারের দেখায় একবারও জেতেনি আনপ্রেডিক্টেবল দলটি। সম্প্রতি পারফরম্যান্সেও পাক দলের চেয়ে যোজন যোজন এগিয়ে মেন ইন ব্লুরা। এ রেকর্ড-পরিসংখ্যান ভীষণ আশাবাদী করছে ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেবকে। পাকিস্তানের বিপক্ষে নিজ দেশকেই এগিয়ে রাখছেন তিনি। তার মতে, বিশ্বকাপের এবারের আসরে এ লড়াইয়ে জিতবে ভারতই। যথার্থ যুক্তিও দাঁড় করিয়েছেন কপিল। তিনি বলেন, আমাদের সময়ে পাকিস্তান ছিল অনেক বেশি ভালো ও শক্তিশালী। এখনকার এ পাক দল সম্পর্কে বলতে পারি- ১০ বার ম্যাচ হলে ভারত সাতবারই জিতবে। বর্তমানে পাকিস্তানের চেয়ে ভারত অবশ্যই অনেক ভালো। তবে ম্যাচের দিন যারা ভালো খেলবে, তারাই জিতবে। ম্যানচেস্টারের ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ডে হবে ভারত-পাকিস্তান মহারণ। দুই প্রতিবেশীর যুদ্ধ শুরু হচ্ছে আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। উভয় দলই এ ম্যাচে জয় পেতে মুখিয়ে। তবে এ মহারণে শঙ্কা আছে বৃষ্টির। এখন দেখার বিষয়, কে জেতে- ভারত, পাকিস্তান নাকি বৃষ্টি?



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ZqVGNo
June 16, 2019 at 08:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top