লন্ডন, ১৫ জুন- এবারের বিশ্বকাপে রোববার (১৬ জুন) মুখোমুখি হচ্ছে ক্রিকেটের চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত-পাকিস্তান। মর্যাদার এই লড়াইয়ে ভারতীয় ব্যাটসম্যানদের পরামর্শ দিয়েছেন ক্রিকেট আইকন শচিন টেন্ডুলকার। ইন্ডিয়া টুডে পত্রিকাকে টেন্ডুলকার বলেন, আমি হলে তার বিপক্ষে (আমির) ডট বল দিয়ে নেতিবাচক মানোভব নিয়ে খেলতাম না। সুযোগ পেলে রান নাও। আমি বরং ভারতীয় দলকে তাদের শর্ট খেলতে ও ইতিবাচক থাকতে উৎসাহ দেব। এটা টিকে থাকার প্রশ্ন নয়। বরং মাঠে নাম এবং এমনকি ইতিবাচকভাবে ডিফেন্স কর। নতুন কোন কিছু করার প্রয়োজন নেই। সব বিভাগেই আমাদের আক্রমণাত্মক হতে হবে। শারিরীক ভাষা গুরুত্বপূর্ণ নয়- তুমি আত্মবিশ্বাসের সঙ্গে ডিফেন্স করলে বোলার বুঝবে তোমার নিয়ন্ত্রণ আছে। টুর্নামেন্টে এ পর্যন্ত তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ী হওয়া পাকিস্তান রোববার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে লক্ষ্য বস্তু বানাবে মনে করছেন টেন্ডুলকার। তিনি বলেন, দলে সবচেয়ে অভিজ্ঞ দুই খেলোয়াড় রোহিত ও বিরাট এবং যেহেতু তারা ওপেন করবে তাই পাকিস্তান শুরুতেই তাদের উইকেট পেতে চাইবে তাতে কোন সন্দেহ নেই। অবশ্যই আমির ও ওয়াহাব রিয়াজ শুরুতেই তাদের উইকেট পেতে চাইবে। তবে বিরাট ও কোহলিও লম্বা ইনিংস খেলতে চাইবে। বাকি সবাই তাদের ঘিরে আবর্তিত হবে- এটাই পরিকল্পনা হওয়া উচিত। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/১৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2MMA8cA
June 15, 2019 at 06:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top