লন্ডন, ১৮ জুন- বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে পয়েন্ট তালিকার তলানিতে আছে আফগানিস্তান। নিজেদের পঞ্চম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ব্যাটিংটা একদম ভালো হচ্ছে আফগানিস্তানের। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৯ রানের ওপেনিং জুটির পর ধস নামে তাদের ব্যাটিংয়ে। এরপর মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায় গুলবাদিন নায়েবের দল। আগের ম্যাচগুলোতেও একই চিত্র। কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫২ রানে গুটিয়ে যায় আফগানরা। টন্টনে নিউজিল্যান্ডের আফগানিস্তান অলআউট হয় ১৭২ রানে। অন্যদিকে স্বাগতিকরা নিজেদের পঞ্চম ম্যাচে আফগানদের বিন্দু পরিমাণ ছাড় দিবে না। বিশ্বকাপের দ্বাদশ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ হেরেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুটা ভালো করলেও পাকিস্তানের কাছে হেরে কিছুটা পিছিয়ে পড়েছিল ইংলিশরা। তবে বাংলাদেশের বিপক্ষে আবার নিজের শক্তি প্রমাণ করেছে ইংলিশরা। বাংলাদেশকে হারিয়ে ১০৬ রানে হারিয়ে আবার ছন্দে ফিরেছে ইংলিশরা। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। তাইতো এইবার ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের করে নিতে মরিয়া রুট-মরগানরা। আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের কোন দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান- ইংল্যান্ড। সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না আফগানিস্তান। ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করেন ইংলিশ ক্রিকেটাররা। জোফরা আর্চার ও জো রুটের বোলিংয়ের সামনে ১৬০ রানে অলআউট আফগানিস্তান। ইংল্যান্ড ৯ উইকেটে জয় তুলে নেয়। বিশ্বকাপে দেখা হয়েছিল একবার, ঐ একবারেই হেরেছে আফগানিস্তান। প্লেয়ার টু ওয়াচ: দ্বাদশ আসরে দারুণ ছন্দে আছেন জো রুট। নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৩ বলে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন রুট। সেই ম্যাচে ম্যান অব ম্যাচ হন রুট। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০৪ বলে ১০৭ রান করেছিলেন রুট। এর আগে গত বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেছেন তিনি। এবারের বিশ্বকাপের সবশেষ তিন ম্যাচে তার রান ৫১, ১০৭, ২১ ও ১০০*। বেশ কয়েক বছর ধরে মিডল অর্ডারে ইংল্যান্ড রুটের ওপর আস্থা রেখে আসছে। তাইতো আফগানিস্তানের বিপক্ষে প্লেয়ার টু ওয়াচে থাকবেন জো রুট। বিশ্বকাপ হেড টু হেড: ইংল্যান্ড বনাম আফগানিস্তান মোট ম্যাচ- ১ ইংল্যান্ডের জয়- ১ আফগানিস্তানের জয়- ০ টাই- ০ নো রেজাল্ট- ০ ম্যাচের সময় দুপুর সাড়ে তিনটায় ম্যাচের ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার সরাসরি খেলা সম্প্রচার গাজী টিভি, মাছরাঙ্গা এবং বিটিভি সূত্র: বাংলা ইনসাইডার আর/০৮:১৪/১৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2x3prre
June 18, 2019 at 06:35AM
18 Jun 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top