লন্ডন, ২২ জুন- বিশ্বকাপে প্রথম চমকের জন্ম দিয়েছে শ্রীলঙ্কা। আসরের অন্যতম ফেবারিট স্বাগতিক ইংল্যান্ডকে ২০ রানে হারিয়েছে লঙ্কানরা। এছাড়া শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে দলটি। টর্নামেন্টে শক্তির বিচারে ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে লঙ্কানরা। ফলে অপ্রত্যাশিতভাবেই জয় পেয়েছে করুণারত্নের দল। অন্যদিকে, এমন হারে হতাশ ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। তিনি বলেন, ম্যাচ জয়ের জন্য পার্টনারশিপ দরকার ছিলো, যেটা আমরা করতে পারিনি। রুট, স্টোকস রান পেয়েছে। কিন্তু পার্টনারশিপ গড়তে পারেনি, যার ফলে ম্যাচটা হারতে হয়েছে। ব্যাটসম্যানদের আরও সতর্ক হতে হবে। এদিন, লিডসে টস জিতে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউজের অর্ধশতকে ৯ উইকেটে ২৩২ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে ২১২ রানে অলআউট হয় ইংলিশরা। সূত্র: বিডি প্রতিদিন আর এস/ ২২ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WYQHSq
June 22, 2019 at 06:53AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন