লন্ডন, ১৭ জুন- সারাদেশে বইছে বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনা। এবারের আসর জমেছে ইংল্যান্ডে। বিশ্বকাপের ম্যাচগুলোর আপডেট সরাসরি মাঠ থেকে দেওয়ার জন্য বর্তমানে ইংল্যান্ড অবস্থান করছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস পিয়া। প্রায় প্রতি ম্যাচ শেষে কিংবা বিরতিতে মাইক্রোফোন হাতে টিভি পর্দায় দেখা মিলছে তার। সম্প্রতি তার সঙ্গে দেখা মিলেছে বলিউড অভিনেতা রনভীর সিংয়ের। শুধু তাই নয়, পিয়ার সঙ্গে সেলফি বন্দিও হন তিনি। আর সে ছবিটি পিয়া সঙ্গে সঙ্গে পোস্ট করেন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে। পিয়া লেখেন, দেখুন, আমার সাথে কে সেলফি তুলেছে। রণবীর সিং, সে এত এনার্জিটিক যে দুই সেকেন্ড এক জায়গায় স্থির থাকেন না। গতকাল রোববার (১৬ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। আর নিজ দেশকে সাপোর্ট করতে সশরীরে মাঠে ছুটে যান পদ্মাবতখ্যাত রণবীর। ম্যাচ শেষে সেখানেই পিয়ার সঙ্গে তার আলাপ হয়। উল্লেখ্য, ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব জিতেন পিয়া জান্নাতুল। পেশায় আইনজীবী পিয়া ২০১৩ সালে মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেন। শুধু তাই নয়, বাংলাদেশের প্রথম নারী হিসেবে ভোগ ইন্ডিয়ার কভার গার্ল হন পিয়া। আর/০৮:১৪/১৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/31C4guG
June 17, 2019 at 09:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top