লন্ডন, ০৪ জুন- সময়টা মোটেও ভালো কাটছে না শ্রীলঙ্কার। ওয়ানডেতে সবশেষ ১০ ম্যাচের নয়টিতেই হেরেছে তারা। তাদের এই পরিসংখ্যান এবারের আসরে প্রথম জয়ের আশা দেখাচ্ছে আফগানিস্তানকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তান। আর ১৩৬ রানে অলআউট হয়ে নিউ জিল্যান্ডের কাছে ১০ উইকেটের হারে অভিযান শুরু করেছে শ্রীলঙ্কা। কার্ডিফে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে এশিয়ার দুই দলের লড়াই। আফগান অধিনায়ক গুলবাদিন নাইব মনে করেন, ওয়ানডেতে বাজে সময় কাটানো লঙ্কানদের বিপক্ষে তাদের জোরালো সম্ভাবনা আছে। আপনি যদি শ্রীলঙ্কা দলের দিকে তাকান, ওরা ওয়ানডেতে গত দুই বছর ধরে ভুগছে। তাই ওদের বিপক্ষে ভালো করার সুযোগ আছে আমাদের। আশা করি, যদি আমরা ৫০ ওভার ব্যাটিং করতে পারি তাহলে হয়তো ওদের হারাতে পারব। কার্ডিফে পেসারদের জন্য একটু বাড়তি সুবিধা থাকতে পারে। নাইব মনে করেন, সেই সুবিধা নিয়ে পেসাররা ভালো শুরু এনে দিতে পারলে বাকিটা সারার সামর্থ্য স্পিনারদের রয়েছে। পেসাররা যদি শুরুতে ভালো বোলিং করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে স্পিনারদের মধ্যে আত্মবিশ্বাস চলে আসে। রশিদ, মুজিবের মতো ভালো স্পিনার আছে আমাদের। যারা যে কোনো জায়গায় স্পিন করাতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের সবশেষ ওয়ানডের স্মৃতি দারুণ সুখকর। গত বছর আবু ধাবিতে এশিয়া কাপের গ্রুপ পর্বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ৯১ রানে হারিয়েছিল আফগানিস্তান। সূত্র: বিডিনিউজ২৪ আর/০৮:১৪/০৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JXKQKX
June 04, 2019 at 06:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top