লন্ডন, ০১ জুন - চলছে বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনা। তাই বিশ্বকাপ মিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। রবিবার (২ জুন) প্রোটিয়াদের বিপক্ষে ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিন টায় মাঠে নামবে টাইগাররা। রেকর্ড কিংবা পরিসংখ্যান বা শক্তিমত্তার বিচারে টাইগারদের চেয়ে এগিয়ে আছে প্রোটিয়ারা। সাউথ আফ্রিকার বিপক্ষে এর আগে ২০ বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেখানে টাইগাররা জয় পেয়েছে মাত্র ৩টি তে। সর্বশেষ ২০১৭ সালে দ্বিপাক্ষিক সিরিজ প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল সাউথ আফ্রিকা। তাই দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরতে চাইবে প্রোটিয়ারা। আর বাংলাদেশ তাদের নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায়। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। সাউদ আফ্রিকার বিপক্ষে তিন পেসার ও তিন স্পিনারকে একাদশে রাখার প্রবল সম্ভাবনা রয়েছে। টাইগার কাপ্তান মাশরাফি সাথে হাত ঘুরাবেন কাটার মাস্টার মুস্তাফিজ ও রুবেল হোসেন। এদিকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় মোহাম্মদ সাইফুদ্দিন থাকতে পারেন একাদশের বাহিরে। আর সাকিবের সাথে টিম কম্বিনেশন বাড়তে যোগ দিবেন মেহেদী মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত। অপরদিকে অনুশীলনে তামিম ইকবাল হাতে চোট পেলেও প্রোটিয়াদের বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে। কারণ হাতের চোট গুরুতর নয়। টাইগারদের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান। সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ০১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2I7L2nK
June 01, 2019 at 12:15PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন