মুম্বাই, ০৮ জুন- বিগ বাজেটের একটি সিনেমা তৈরি হচ্ছে। নাম আরআরআর। এর একটি অ্যাকশন সিকোয়েন্সের জন্য বাজেট ৪৫ কোটি রুপি। রামচরণ-জুনিয়র এনটিআরকে নিয়ে হবে ওই বিশেষ দৃশ্যের শুটিং। প্রায় দুই হাজার শিল্পী ও কলাকুশলী থাকবেন ওই দৃশ্যে। প্রায় ৪৫ দিন সময় নিয়ে দৃশ্যটি ধারণ করা হবে। তারকাদের নাম পড়ে বুঝতেই পারছেন এটা কোন অঞ্চলের সিনেমা। হ্যাঁ, ভারতের দক্ষিণী সিনেমার ঘটনা এটি। বাহুবলী সিনেমার পরিচালক এসএস রাজামৌলির পরের ছবি আরআরআর। এই ছবিতে বলিউড থেকে অভিনয় করবেন অজয় দেবগণ ও আলিয়া ভাট। তবে প্রথমে আলিয়া নাকি এতটাই বেশি পারিশ্রমিক চেয়েছিলেন, তা দিতে পারবেন না বলে পিছিয়ে গিয়েছিলেন রাজামৌলি। পরে অবশ্য সমঝোতায় গিয়ে কাজ করতে রাজি হয়েছেন তরুণ অভিনেত্রী আলিয়া। এর আগে রাজামৌলি পরিচালিত বাহুবলী সিরিজ বেশ জনপ্রিয় হয়েছিল। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলী: দ্য বিগিনিং-এর বাজেট ছিল আনুমানিক ১৮০ কোটি টাকা। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলী ২: দ্য কনক্লুশান-এর আনুমানিক বাজেট ছিল ২৫০ কোটি টাকা। আরআরআর ছবিকে ঘিরে ইতোমধ্যে বেশ উন্মাদনা শুরু হয়েছে। জানা গেছে, ছবিটির মোট নির্মাণ খরচ হবে ৩৫০ থেকে ৪০০ কোটি রুপি। মুক্তি দেবার প্রাথমিক তারিখ নির্ধারণ করেছেন ২০২০ সালের ৩০ জুলাই। আর/০৮:১৪/০৮ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WwSrXO
June 08, 2019 at 05:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন