মুম্বাই, ১২ জুন- অমিতাভ বচ্চনের পরে এবার তুর্কি হ্যাকারদের নিশানায় পড়লেন সংগীত শিল্পী আদনান সামি। মঙ্গলবার তার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করল তুর্কি হ্যাকার গ্রুপ Ayyildiz Tim, যারা সোমবার বচ্চনের টুইটার অ্যাকাউন্টে হানা দিয়েছিল। ভারতের এই সময় পত্রিকার খবরে বলা হয়, ঠিক যেভাবে শাহেনশার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, সেভাবেই আদনানের প্রোফাইল ছবি সরিয়ে সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি সেঁটে দিয়েছে সাইবার দস্যুরা। পাকিস্তানি ও তুর্কি জাতীয় পতাকার ইমোজির সঙ্গে পোস্ট করা হয়েছে একই ক্যাপশন, Ayyildiz Tim Love Pakistan। উল্লেখ্য, একদা পাকিস্তানের বাসিন্দা আদনান সামি ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। সোমবার রাত ১১.৪০ মিনিটে অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছিল তুরস্কের সাইবার দস্যুরা। সেখানে নিজেদের ইনস্টাগ্রাম পেজের লিংকও সেঁটে দেয় তারা। তবে আধ ঘণ্টার মধ্যেই বিগ বি-এর টুইার অ্যাকাউন্ট হ্যাকারদের কবলমুক্ত করে মুম্বাই পুলিশের সাইবার বিভাগ। এর আগে শহিদ কাপুর, অনুপম খের-সহ একাধিক বলিউড ব্যক্তিত্বের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছিল তুরস্কের এই কুখ্যাত সাইবার অপরাধী দল। আর এস/ ১২ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2KJC1UK
June 12, 2019 at 08:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top