লন্ডন, ২০ জুন- বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান দারুণ ছন্দে বিশ্বকাপ শুরু করেছেন। টানা চারটি পঞ্চাশ ছাড়ানো সংগ্রহ, যার দুটিকে আবার শতকের ওপারে নিয়ে গেছেন, ব্যাটিংয়ে তাই সাকিব এখন প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্ক। তবে বোলিংয়েও কিন্তু ছেড়ে কথা বলছেন না সাকিব। গুরুত্বপূর্ণ সময়ে মূল্যবান উইকেট তুলে নিতে পটু সাকিব চার ম্যাচে পাঁচ উইকেট নিয়ে যেন তার বিশ্বসেরা অলরাউন্ডার তকমাটাকেই আরও পোক্ত করছেন। এই সাকিবকে ঠেকানো যে মোটেও সহজ হবে না, তা ভালো করেই জানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। তাই তো প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না ল্যাঙ্গারের শিষ্যরা। আজ নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তার আগে সাকিবকে নিয়ে নিজেদের সতর্কতার কথা সংবাদ সম্মেলনে এসে জানিয়ে গেলেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি, এ মুহূর্তে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে, আর সাকিব তাদের মূল খেলোয়াড়। সাকিবকে নিয়ে ক্যারি আরও বলেন, তাকে কোন লাইন-লেংথে বল করতে হবে, তা আমাদের জানা। কন্ডিশন অনুযায়ী আমরা আমাদের চূড়ান্ত পরিকল্পনা সাজাব। আসল কথা হলো, আমরা তাকে যত দ্রুত সম্ভব আউট করতে চাই। অস্ট্রেলিয়ার আতঙ্ক যে শুধু সাকিবই আছেন, তা কিন্তু নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে দলে এসেই লিটন দাসের ৯৪ রানের ঝোড়ো ইনিংসটি ইঙ্গিত দিচ্ছে, সুযোগ পেলে দলের যেকেউই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন। তাই অস্ট্রেলিয়ার প্রস্তুতিটাও যে বহুমুখী। ক্যারি বলেন, আমরা তাদের পুরো ব্যাটিং লিস্টটা দেখে সে অনুযায়ী নিজেদের তৈরি করছি। এদিকে সাকিবের ব্যাটিংয়ের সঙ্গে তার বোলিং নিয়েও সমানভাবে চিন্তিত অস্ট্রেলিয়া। সাকিবের স্পিন মোকাবিলা করতে এরই মধ্যে ইংল্যান্ড সফররত অস্ট্রেলিয়া এ দলের বাঁহাতি স্পিনার অ্যাশটন আগারকে নেটে বোলিংয়ের জন্য ডেকে পাঠিয়েছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। সাকিব আল হাসানকে ঠেকাতে আটঘাট বেঁধেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। দেখা যাক ট্রেন্ট ব্রিজে আজ কী ঘটে! সূত্র: প্রথম আলো আর/০৮:১৪/২০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/31MAK5g
June 20, 2019 at 09:54AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন